This Article is From Dec 16, 2018

ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল, কাল শপথ

ভূপেশ বাঘেলই হচ্ছেন  ছত্তিশগড়ের নতুন  মুখ্যমন্ত্রী।

ছত্তিশগড়ের নতুন  মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল, কাল শপথ

রায়পুরে কংগ্রেস বিধায়কদের বৈঠকের পর এই ঘোষণা হয়েছে।        

হাইলাইটস

  • ভূপেশ বাঘেলই হচ্ছেন ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী
  • রায়পুরে কংগ্রেস বিধায়কদের বৈঠকের পর এই ঘোষণা হয়েছে
  • অন্য দুই রাজ্যের মতো ছত্তিশগড়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাহুল
রায়পুর:

 

ভূপেশ বাঘেলই হচ্ছেন  ছত্তিশগড়ের নতুন  মুখ্যমন্ত্রী। নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার ৫ দিন বাদে রায়পুরে কংগ্রেস বিধায়কদের বৈঠকের পর এই ঘোষণা হয়েছে।     

বাঘেল ছাড়া মুখ্যমন্ত্রী হওয়ার  দৌড়ে আরও তিন জন ছিলেন। তাঁরা হলেন টিএস সিং দেও, তাম্রারাজ শাহু এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চরণদাস মোহান্ত।  দিল্লিতে নিজের তুঘলক লেনের বাড়িতে চার জনের সঙ্গে  বৈঠক করেন রাহুল।

 

গান্ধি-গড় রায়বেরেলীতে প্রথমবার গিয়েই রাফালে প্রসঙ্গে কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন মোদী

 তারপর ছবিও পোস্ট করেন তিনি। সঙ্গে  থাকা ক্যাপশানেও ছিল দলগত ঐক্যের কথা। ছত্তিশগড়,মধ্যপ্রদেশ এবং রাজস্থানের তিন মুখ্যমন্ত্রীর নামই  চূড়ান্ত হয়ে গেল। তিন জনই  সোমবার  পর পর শপথ নেবেন। বিরোধীদের দিক থেকে  এই  তিনটি শপথ গ্রহণ অনুষ্ঠানের  গুরুত্ব খুবই বেশি হতে চলেছে।  প্রতিটি অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন রাহুল।   আর সেই মতো রাজস্থান ও মধ্যপ্রদেশের অনুষ্ঠান শেষ হওয়ার পর ছত্তিশগড়ে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।

 ঠিক হয়েছে  যে  কৃষি ঋণ মকুবের কথা প্রচারের সময় বলা হয়েছিল সেটি করাই হবে  নতুন সরকারের প্রথম কাজ। তাছাড়া রাজ্যের নাগরিকদের ধন্যবাদ জানাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।      

.