Read in English
This Article is From Mar 30, 2019

প্রকাশিত হল বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল, উত্তীর্ণ ৭৯.৭৬%! জেনে নিন ফলাফল

Bihar Board result: নিজেদের ফলাফল চেক করতে পারবেন এই কয়েকটি ওয়েবসাইটে, biharboard.ac.in এবং biharboardonline.bihar.gov.in।

Advertisement
Education

ফলাফল জানতে নজর রাখুন এই ওয়েবসাইটে bsebbihar.com, and bsebinteredu.in.

নিউ দিল্লি :

প্রকাশিত হল বিএসইবি বা বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল (Intermediate result)। কিছুক্ষণ আগেই বোর্ডের তরফে আনন্দ কিশোর ফলাফল ঘোষণা করলেন। বিহার বোর্ড (Bihar Board) এই বছর সবার আগে ফলাফল প্রকাশ করতে চলেছে। লোকসভা নির্বাচনের কারণে এই বার বোর্ডের পরীক্ষা বেশ আগেই আয়োজন করা হয়েছিল এবং এই কারণেই এই বার ফলাফলও (Bihar Board Result 2019) খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে। কলাবিভাগ, বিজ্ঞান, বাণিজ্য বিভাগ এবং ভোকেশনাল কোর্সের ফলাফল একসঙ্গেই প্রকাশ করা হবে (BSEB 12th Class results)। এবছর প্রায় ১৩ লাখ পরীক্ষার্থী বিহার বোর্ড ইন্টারমিডিয়েট পরীক্ষায় বসেছিলেন। ফলাফল (Bihar Board Result) ঘোষণার পরে তাঁরা নিজেদের ফলাফল চেক করতে পারবেন এই কয়েকটি ওয়েবসাইটে, biharboard.ac.in এবং biharboardonline.bihar.gov.in। ফলাফল জানতে প্রয়োজন হবে শুধু রোল নম্বর।

Live Update

Bihar Inter result 2019: বিএসইবি দ্বাদশ শ্রেণির ফলাফল এই ওয়েবসাইটগুলিতে দেখতে পাবেন

বিহার বোর্ডের (Bihar Board) দ্বাদশ শ্রেণির ফলাফল জানতে শিক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের সরাসরি লিঙ্ক নিচে দেওয়া হল।

biharboard.ac.in

biharboardonline.bihar.gov.in

Advertisement

কীভাবে ফলাফল দেখবেন?

Advertisement

ধাপ 1: শিক্ষার্থীরা ফলাফল জানতে বিএসইবি-এর ওয়েবসাইট দেখুন।

ধাপ 2: ওয়েবসাইট দেওয়া দেওয়া ফলাফলে ক্লিক করুন

Advertisement

ধাপ 3: রোল নম্বর পূরণ করুন জমা দিন।

ধাপ 4: আপনার ফলাফল আপনার পর্দায় আসবে।

Advertisement

ধাপ 5: ভবিষ্যতের জন্য আপনি আপনার ফলাফলের প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন।

Advertisement