কলকাতা: বিহারের বন্যা পরিস্থিতি রীতিমতো ভাবাচ্ছে এ রাজ্যকেও, কপালে উদ্বেগের ভাঁজ ফেলছে মালদার বন্যাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) মঙ্গলবার জোর দিয়ে বলেছেন যে, ফারাক্কা ব্যারেজে ঠিক সময় মতো ড্রেজিংয়ের (Farakka Barrage dredging) ব্যবস্থা করা হলে বিহারে বন্যা প্রতিরোধ করা যেত। হাওড়ায় এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন: “বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং আমি এর আগেও ফারাক্কা ব্যারেজ ড্রেজিংয়ের বিষয়টির গুরুত্ব উত্থাপন করেছি। আমরা দুজনই রাজনৈতিক বিরোধী হতে পারি তবে আমরা ফারাক্কা ইস্যুতে একমত ছিলাম।”
তুমুল বৃষ্টিতে ডুবছে মালদা! বন্যার জলে ডোবা অপারেশন থিয়েটারেই চলছে অস্ত্রোপচার!
বিহার রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, বন্যার কারণে ওই রাজ্যে এখনও পর্যন্ত ৪০ জন মারা গেছেন। ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারগুলি রাজ্যের বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ সামগ্রী ফেলছে। পাটনার রাজেন্দ্র নগর ও কঙ্করবাগ এলাকায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) পাঁচটি দল মোতায়েন করা হয়েছে যাতে অসুবিধার সম্মুখীন মানুষদের কাছে সাহায্য পৌঁছতে পারে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং নাগরিক সংশোধনী বিল বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য কলকাতা সফরে আসার বিষয়ে জানতে চাওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন: “তিনি একজন দলের লোক এবং আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আতঙ্কিত হওয়ার কোনও দরকার নেই, এটা পুজোর সময়, তাই সবাই চুটিয়ে উপভোগ করুন।”