Read in English
This Article is From Jul 14, 2018

পাঁচ বছরের শিশুর যৌন নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত হল বিহারের দুই শিক্ষিকা

ওই শিশুর অভিভাবকরা পাটনার মহিলা থানাতে তাঁদের নামে অভিযোগ দায়ের করার পর তাঁদের গ্রেফতার করে পুলিশ

Advertisement
অল ইন্ডিয়া

পাঁচ বছরের শিশুকে ক্লাসের মধ্যে যৌন উৎপীড়নের শিকার হতে হয়েছিল (প্রতিনিধিত্বমূলক)

পাটনা:

পাঁচ বছরের শিশুর সঙ্গে 'অস্বাভাবিক যৌন সম্পর্ক'তে জড়িয়ে পড়ার অভিযোগে পাটনা হাইকোর্ট দুই শিক্ষিকাকে দোষী সাব্যস্ত করল। তাঁরা দুজনেই এক নামকরা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ান। বিশেষ পকসো আদালতের বিচারপতি রবীন্দ্র নাথ ত্রিপাঠী গত বৃহস্পতিবার এই রায় দেন। আগামী  20 জুলাই এই মামলায় শাস্তি ঘোষণা করবেন তিনি। অভিযুক্ত দুই শিক্ষিকার নাম- নূতন জোসেফ এবং ইন্দু আনন্দ।

সরকারি কৌঁসুলি সুরেশ চন্দ্র প্রসাদ আদালতে বলেন, ওই দুই শিক্ষিকা ভারতীয় পিনাল কোড এবং প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স ( পকসো )-এর প্রাসঙ্গিক ধারাগুলিতেই দোষী সাব্যস্ত হয়েছেন।

নূতন জোসেফ এবং ইন্দু আনন্দকে গ্রেফতার করা হয়. 2016 সালের নভেম্বর মাসে। ওই শিশুর অভিভাবকরা পাটনার মহিলা থানাতে তাঁদের নামে অভিযোগ দায়ের করার পর তাঁদের গ্রেফতার করে পুলিশ। পুলিশের অভিযোগ অনুযায়ী, ওই পাঁচ বছরের শিশুটিকে ক্লাসরুমের ভিতরের পোশাক খুলতে বলেন ওই দুই শিক্ষিকা। তারপর তার যৌন নির্যাতন করেন তাঁরা।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement