This Article is From Sep 30, 2019

বিহারের বন্যায় মৃত কমপক্ষে ২৭, মঙ্গলবার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের ঘোষণা

Bihar Rain: সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা পাটনা, সেখানে বহু অঞ্চলেই মানুষ সমান জল জমে গেছে, এলাকার স্বাভাবিক জনজীবন ব্যাহত

বিহারের বন্যায় মৃত কমপক্ষে ২৭, মঙ্গলবার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের ঘোষণা

Bihar Rain: বিহারের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ-এর ১৯ টি দল

পাটনা:

গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের জেরে বিহারের রাজধানী পাটনা (Patna) সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বন্যার ফলে ইতিমধ্যেই সে রাজ্যে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ২৪ জেলায় আরও বৃষ্টিপাতের (Bihar Rain) সতর্কতা জারি করেছে। পাটনার সমস্ত স্কুলগুলি মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। বিহারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা পাটনা, সেখানে বহু অঞ্চলেই মানুষ সমান জল জমে গেছে, এলাকার স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে ব্যাপক ভাবে। জল জমে যাওয়ার কারণে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে নৌকার মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যাবিধ্বস্ত মানুষজনকে উদ্ধার করতে ব্যবহার করা হচ্ছে স্থানীয় পুরসভার ক্রেনগুলিও। এলাকার বিভিন্ন জায়গায় বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ ও জল সরবরাহ ব্য়বস্থা। জল জমে যাওয়ার কারণে অনেক বাসিন্দাই এখনও নিজেদের বাড়িতে আটকা পড়ে রয়েছেন, তবে চালানো হচ্ছে উদ্ধারকার্য।

 রাস্তায় নেমেছে নৌকা, রাস্তা, ঘর, হাসপাতাল জলথইথই, বন্যায় বিপর্যস্ত পটনা

বিহারের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ-এর ১৯ টি দল।

বৃষ্টিতে উত্তরপ্রদেশে ৪ দিনে মৃত ৮০, জনজীবন বিপর্যস্ত বিহারেও: ১০ তথ্য

"এমনকি আবহাওয়া দফতরও প্রকৃতির মতিগতি বুঝতে অপারগ হচ্ছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পূর্বাভাস দিচ্ছে", বলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এর আগে শনিবার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন তিনি।

পুজোয় ভোগাবে বৃষ্টি?

.