নবীন পট্টনায়ক ও তাঁর দলের কোনও প্রতিনিধির এই সভায় উপস্থিত থাকবেন না
কলকাতা: ওড়িশার বিজু জনতা দল শনিবারে ব্রিগেডের রাজনৈতিক মহারণে উপস্থিত থাকছে না বলে জানিয়ে দেওয়া হল। যেহেতু বিরোধী দলগুলি নিয়ে হওয়া এই সভার মূল লক্ষ্য বিজেপি বিরোধী জোট, যেখানে উপস্থিত থাকবেন কংগ্রেসের নেতারাও, তাই এই সভা থেকে তাঁরা সচেতন দূরত্ব বজায় রাখতে চাইছেন বলে শুক্রবার জানালেন বিজু জনতা দলের এক নেতা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে মমতার উদ্যোগে হওয়া এই মেগা ব্রিগেড সভাটি যে দেশের রাজনৈতিক সমীকরণে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঢেউয়ের কারণ হয়ে উঠবে, তা মনে করছে ওয়াকিবহালমহল। তৃণমূল সূত্রে জানানো হয়েছে যে, দেশের সমস্ত গুরুত্বপূর্ণ অ-বিজেপি নেতাকে এই সভায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যে আমন্ত্রণ প্রায় অধিকাংশ নেতাই গ্রহণ করেছেন।
নতুন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছে গোটা দেশ, বললেন অখিলেশ যাদব
যদিও, তার মধ্যেই বিজু জনতা দল প্রধান নবীন পট্টনায়ক ও তাঁর দলের কোনও প্রতিনিধির এই সভায় উপস্থিত থাকা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই।
সংবাদসংস্থা পিটিআইকে বিজু জনতা দলের মুখপাত্র পি কে দেব বলেন, "২০০৯ সাল থেকেই কংগ্রেস এবং বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রাখছে বিজু জনতা দল। সেই কারণেই আমাদের পক্ষে শনিবারের সভায় থাকা সম্ভব হবে না"।