This Article is From Aug 14, 2018

"বাবাকে শুষে খেয়েছেন”, বিমানকে দেখে ক্ষোভে ফেটে পড়লেন সোমনাথ-পুত্র

প্রয়াত প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা  জানাতে গিয়ে চরম অস্বস্তিতে পড়লেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

এই ঘটনায় কিছু  মনে করেননি বলে জানিয়েছেন বিমান।

কলকাতা:

লোকসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়কে  শ্রদ্ধা  জানাতে গিয়ে চরম অস্বস্তিতে পড়লেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁকে কার্যত বাড়ি থেকে বের  করে  দিলেন  সোমনাথের  ছেলে প্রতাপ চট্টোপাধ্যায়। আজ সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রাজা বসন্ত রায় রোডের বাড়িতে শ্রদ্ধা জানাতে যান বিমান। বাড়িতে ঢুকে  শ্রদ্ধা জ্ঞাপন করে একতলার একটি ঘরে বসে ছিলেন  বিমান-সহ আরও কয়েকজন। সে সময় ওই ঘরে ঢোকেন প্রতাপ। গলা তুলে বিমানকে বেরিয়ে যেতে বলেন। তাঁকে বলতে শোনা যায়, ‘ বেরিয়ে যান। আপনাদের যেন বাড়ির 300  গজের  মধ্যে দেখতে না পাই। সারা জীবন আমার বাবাকে শুষে খেয়েছেন।’ শুধু এইটুকু নয় উপস্থিত পুলিশ কর্মীদের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘ এদের বের করে দিন। ’                                   

তখনকার মতো বেরিয়ে যান বিমান। পরে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে ফের বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করেন । কিন্তু এবারও বাধা পান তিনি। তবে এই ঘটনায় কিছু  মনে করেননি বলে জানিয়েছেন বিমান। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘ আমি ওঁর ( প্রতাপ চট্টোপাধ্যায়) মনের অবস্থা বুঝতে পারছি। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন বলে  এমন আচরণ করে ফেলেছেন। আমি কিছু মনে করিনি। ’

 

 

 

তবে এটাই যে একমাত্র বিতর্ক তা নয়। এদিন সোমনাথ চট্টোপাধ্যায়য়ের মৃত্যুর পর সিপিএম পলিটব্যুরোর তরফে একটি বিবৃতি  প্রকাশ করা হয়। তাতে সোমানাথকে প্রাক্তন অধ্যক্ষ বলে সম্বোধন করা হয়। তা নিয়ে শুরু হয় জল্পনা। এতদিনের  দলীয় সাংসদকে কেন 'কমরেড' বলা হবে না, চর্চা  শুরু হয় তা নিয়েই। এরপর সংবাদ মাধ্যমে আসে রাজ্য কমিটির বিবৃতি। তাতে অবশ্য প্রাক্তন অধ্যক্ষকে 'কমরেড ' বলে সম্বোধন করা হয়েছে।  সেই রেশ কাটার আগেই  নতুন করে বিতর্ক শুরু হল।        

.