কোনও অপরাধ করিনি তাই ক্ষমাও চাইব না। পাঁচ দিন জেলে থাকার পর মুক্ত হয়ে একথাই বললেন প্রিয়াঙ্কা শর্মা (Priyanka Sharma) । মুখ্যমন্ত্রীর ছবি  ‘বিকৃত' করে জেলে গিয়েছেন তিনি। কাল তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।  তবু  আজ সকালের আগে মুক্ত হননি তিনি। জেলে অত্যাচারিত হওয়ার অভিযোগও তোলেন তিনি। তাঁর কথায় ‘জেলে আমাকে অত্যাচার করা হয়েছিল। জেলার নিজে আমায় ধাক্কা মেরেছেন। আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে। আমাকে জেলে কারও সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। নিজের ভাইয়ের সঙ্গে মধ্য কলকাতার বিজেপি দপ্তরে এসে একথাই জানালেন প্রিয়াঙ্কা। 

প্রিয়াঙ্কা শর্মার মামলায় সুপ্রিম কোর্টের (Top Court) প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। গতকালই শীর্ষ আদালত নির্দেশ দেয় প্রিয়াঙ্কাকে মুক্তি  দিতে হবে। এরপরও সারারাত তাঁকে জেলে কেন রাখা হল তা নিয়েই সমালোচনার মুখে পড়ল রাজ্য সরকার। কয়েকটি শর্ত রেখে মঙ্গলবার তাঁকে মুক্তির নির্দেশ দেয় আদালত। মমতার ছবি বিকৃত করার পর গ্রেফতার হন তিনি। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে  সোমবার আদালতের দ্বারস্থ হয় পরিবার। তখনই আদালত জানিয়েছিল  মামলার শুনানি হবে আজ। সেই মতো মামলা শোনেন বিচারপতিরা। আর জামিন মঞ্জুর করেন তারা।              '