This Article is From Dec 24, 2018

রথযাত্রার অনুমতি চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি

গত  শুক্রবার কলকাতা  হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় এখনই রথযাত্রা  করতে পারবে না  বিজেপি

রথযাত্রার অনুমতি চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি

রথযাত্রার অনুমতি চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি

হাইলাইটস

  • সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলা দায়ের করল বিজেপি
  • হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় এখনই রথযাত্রা হবে না
  • রাজ্যের তিন জায়গা থেকে তিনটি যাত্রা করতে চায় বিজেপি
নিউ দিল্লি:

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ  থেকে রথযাত্রার অনুমতি না পেয়ে  সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলা দায়ের করল বিজেপি। এর আগে  গত  শুক্রবার কলকাতা  হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় এখনই রথযাত্রা  করতে পারবে না  বিজেপি।  লোকসভা নির্বাচনের আগে রাজ্যের তিনটি জায়গা থেকে রথযাত্রা  বা  গণতন্ত্র বাঁচাও যাত্রা  করতে  চেয়েছে বিজেপি। তার জন্য প্রথমে রাজ্য সরকারের থেলে  অনুমতি চায় বিজেপি। পরে কলকাতা হাইকোর্ট  হয়ে  মামলা  হয়।  সেখান থেকে  অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে মামলা হল। তবে সর্বোচ্চ আদালতে মামলা করার আগে  কয়েক দফায় হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আইনি লড়াইয়ে একবার যাত্রা করার অনুমতি পেয়েও গিয়েছিল বিজেপি। রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে  পারে বলে  আশঙ্কা প্রকাশ করলেও বিচারপতি তপোব্রত চক্রবর্তী যাত্রার অনুমতি দেন। সেটা খারিজ হয়ে যায় ডিভিশন বেঞ্চে।  প্রাথমিক ভাবে আইনি লড়াইতে সাফল্য আসায় দলের বঙ্গ বিগ্রেডকে শুভেচ্ছা  জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।              

সবাই মমতার কথা শুনতে চায়, কেসিআরের রাজ্য সফর প্রসঙ্গে মত তৃণমূলের

 

পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ  রবিবারই সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে।  আমরা শেষ পর্যন্ত লড়াই করবো।  তবে  কবে আবেদন  করা  হবে তা নিয়ে  তিনি কিছু বলেননি। শুধু বলছেন যা করার তা খুব দ্রুতই করা হবে। আর সে মতো সোমবারই আদালতের দ্বারস্থ হল বিজেপি। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় রাজ্যে এখনই রথযাত্রা করতে পারবে না  বিজেপি। সিঙ্গল বেঞ্চের রায় খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্ট। তার একদিন আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বলে কয়েকটি শর্ত সাপেক্ষে রথযাত্রা করতে পারবে বিজেপি। এই রায়কে  চ্যালঞ্জ করে  কলকাতা  হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তাতেই স্থগিতেদেশ দেয় আদালত। হাইকোর্টের  প্রধান বিচারপতি  দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ  এই নির্দেশ দেয়।

                    

 

 

                           

.