This Article is From Mar 21, 2019

রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার বিজেপি প্রার্থী কে, জেনে নিন

Lok Sabha Elections 2019: বৃহস্পতিবার প্রথম দফায় ১৮৪ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি।

রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার বিজেপি প্রার্থী কে, জেনে নিন

2019 লোকসভা নির্বাচনে আমেঠি কেন্দ্রে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।

নিউ দিল্লি:

উত্তরপ্রদেশের আমেঠিতে স্মৃতি ইরানিকে প্রার্থী করল বিজেপি।এই কেন্দ্রটি কয়েক দশক ধরেই কংগ্রেসের দখলে, দ্বিতীয়বারের জন্য স্মৃতি ইরানিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড় করাল বিজেপি।

২০১৪ লোকসভা নির্বাচনে, এক লক্ষেরও বেশী ভোটের ব্যবধানে পরাজিত হলেও, রাহুল গান্ধীর জয়ের ব্যবধান কমাতে সক্ষম হন তিনি।

Today she tweeted:

বহুবার আমেঠিতে যান স্মৃতি ইরানি, রাহুল গান্ধীর বিরুদ্ধে এলাকার উন্নয়ন না করে কেবলমাত্র ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করার অভিযোগ তোলেন তিনি। তিন সপ্তাহ আগে প্রথম দফায় ১৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। উত্তরপ্রদেশে স্মৃতি ইরানি এছাড়াও আরও ২৭ জনের নাম ঘোষিত হয় এদিন।

বারাণসী থেকে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ লড়বেন গান্ধীনগর কেন্দ্র থেকে।এই কেন্দ্র গতবারের প্রার্থী ছিলেন এলকে আডবানি।

11 এপ্রিল লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু, সাত দফায় 19 মে পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব. 23 মে ফলাফল প্রকাশ ।

.