Read in English
This Article is From Nov 17, 2019

উপজাতি গোষ্ঠীর অশিক্ষা ও দারিদ্রের জন্য দায়ী কংগ্রেস: অমিত শাহ

তিনি বলেন, ‘‘কংগ্রেসর উপজাতিদের অন্ধকার, অশিক্ষা ও দারিদ্র দিয়েছে। মোদি সরকার উপজাতিদের জন্য বিদ্যুৎ, শিক্ষা, বিনামূল্যে বাড়ির বন্দোবস্ত করেছে।’’

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

নয়াদিল্লিতে আয়োজিত জাতীয় উপজাতি উৎসব ‘আদি মহোৎসব’-এ কংগ্রেসকে আক্রমণ আমিত শাহর।

নয়াদিল্লি:

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah) শনিবার কংগ্রেসের (Congress) বিরুদ্ধে অভিযোগ এনে বললেন, তারা উপজাতি জনগোষ্ঠীকে (Tribals) কেবল ‘‘ভোট ব্যাঙ্ক'' হিসেবে ব্যবহার করেছে। তাদের উন্নতির জন্য কিছুই করেনি। মোদি সরকার তাদের জীবনকে বদলে দিয়েছে উপর্যুপরি উন্নয়নমূলক কর্মকাণ্ডে। নয়াদিল্লিতে আয়োজিত জাতীয় উপজাতি উৎসব ‘আদি মহোৎসব'-এর উদ্বোধন করার পর অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপজাতি জনগোষ্ঠীর পাশে ‘‘ভাই''-এর মতো দাঁড়িয়েছেন‌। এবং সচেষ্ট থেকেছেন যাতে তারা সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিতে পারে। তিনি বলেন, ‘‘স্বাধীনতার পরের ৭০ বছরে উপজাতিদের কেবল ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস। ওই দলটি উপজাতির উন্নয়নের জন্য কিছুই করেনি। বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক উন্নয়নমূলক প্রকল্প নিয়েছে উপজাতির জন্য।''

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক প্রথম কার্যকর ক্ষমতায় আসে অটলবিহারী বাজপেয়ী প্রধান‌মন্ত্রী থাকার সময়। এরপর মোদি সরকারের আমলেই উপজাতিরা সবথেকে বেশি লাভবান হয়েছে বলে জানান তিনি। বিনামূল্যে বাড়ি, রান্নার গ্যাস সরবরাহ, বিদ্যুৎ সংযোগের মতো বিষয়গুলি সেই সময় কার্যকর হয়।

তিনি বলেন, ‘‘কংগ্রেসর উপজাতিদের অন্ধকার, অশিক্ষা ও দারিদ্র দিয়েছে। পাঁচ বছরে মোদি সরকার উপজাতিদের জন্য বিদ্যুৎ, শিক্ষা, বিনামূল্যে বাড়ি, গ্যাসের বন্দোবস্ত করেছে।''

Advertisement

দেশের সম্পদে এক শ্রেণির মানুষের অগ্রাধিকার থাকবে, কংগ্রেসের এমন দাবির জন্য় তাদের আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, ‘‘যদি দেশের সম্পদে কারও অগ্রাধিকার থাকে, তবে তাঁরা হলেন উপজাতি স্রেণির মানুষ ও গরিবরা।''

ইতিহাসের উজ্জ্বল নাম বিরসা মুন্ডাকে স্মরণ করে অমিত শাহ বলেন, ব্রিটিশদের সঙ্গে সংগ্রামে দেশ তাঁর অবদান ভুলবে না। পাশপাশি অরণ্য ও পরিবেশ রক্ষায় উপজাতি শ্রেণির অবদানেরও প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement
Advertisement