This Article is From Jun 27, 2018

আজ কলকাতায় পা রাখবেন বিজেপি প্রধান অমিত শাহ

বৃহস্পতিবার, পুরুলিয়া জনসভায় নিজের বক্তৃতা প্রদানের আগে অমিত শাহ তারাপীঠের মন্দির দর্শনে যাবেন। সেখানে গিয়ে তিনি স্থানীয় বিজেপি নেতাদের সাথেও দেখা করবেন

আজ কলকাতায় পা রাখবেন বিজেপি প্রধান অমিত শাহ

আজ সকাল 11 টা নাগাদ কলকাতায় পৌঁছানোর পরে হাওড়া ও কলকাতায় জনসভা আয়োজিত হবে

কলকাতা:

বিজেপি প্রধান অমিত শাহ আগেই জানিয়ে দিয়েছেন যে, 2019 -এর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে পশ্চিমবঙ্গের সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে বিজেপি নিজের স্থান করে নিতে সক্ষম হবে।এমনকি তিনি একটা পরিসংখ্যান গণনা করতেও পিছপা হননি। তিনি জানিয়েছেন, 42 টি আসনের মধ্যে 22 টি আসবে বিজেপির ঝুলিতে, অর্থাৎ ক্ষমতাসীন দল তৃনমূল কংগ্রেসের কাছ থেকে তারা সত্তা কেড়ে নিতে সক্ষম হবে।

সাধারণ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই অমিত শাহ যে আজ কলকাতায় পা রাখতে চলেছেন তাতে কোনো সন্দেহ নেই। আজ সকাল 11 টা নাগাদ তাঁর কলকাতায় পৌঁছানোর কথা। আজ প্রায় সকলের চোখ অমিত শাহের কলকাতা সফর এবং সংগঠিত সভার ওপর আটকে আছে।

বৃহস্পতিবার, পুরুলিয়া জনসভায় নিজের বক্তৃতা প্রদানের আগে অমিত শাহ তারাপীঠের মন্দির দর্শনে যাবেন। সেখানে গিয়ে তিনি স্থানীয় বিজেপি নেতাদের সাথেও দেখা করবেন। 

গত মে মাসে রাজ্যে যে পঞ্চায়েত ভোট হয়েছিল, তাতে বিজেপির রাস্তা নির্মাণের ক্ষেত্রে বীরভূম অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু এই পঞ্চায়েত ভোটকে ঘিরে পুরুলিয়াতে যথেষ্ট বিভ্রাটের সৃষ্টি হয়েছে, এমনকি সেখানে দুইজন বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ পর্যন্ত উঠেছে। 

20 বছরের ত্রিলোচন মাহাতোর শরীর একটা গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, যে মর্মান্তিক চিঠি তার দেহের সাথে লাগানো ছিল সেই অনুসারে বলা যায়, বিজেপির সাথে যোগসূত্রের জন্যই তাকে এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছে। সেই চিঠিতে লেখাছিল, ''18 বছর বয়স থেকেই বিজেপি করার শাস্তি এটা।নির্বাচনের সময় থেকেই তোকে মারার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আজ তোকে মরতেই হল।''

সিবিআই-এর তদন্তের দাবি চেয়ে বিজেপি এবং ত্রিলোচন মাহাতোর পরিবার ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে। কয়েক দিনের মধ্যেই এই ঘটনার জেরে 45 বছরের পাঞ্জাবি মাহাতোকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের পুলিশ। কিন্তু বিজেপি এবং মাহাতোর পরিবার জানিয়েছে যে, সে একজন বিজেপির কর্মী, আর এমন কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা যায়। 

দ্বিতীয় মৃত্যুর ঘটনাটি সম্পর্কে, ময়না তদন্তের রিপোর্ট অনুসারে বলা যায়, দুলাল কুমার আত্মহত্যা করেছিল। যদিও তার পরিবারও এই মৃত্যুর জন্য সিবিআই তদন্তের দাবি করছে।

প্রথম থেকেই এই দুই মৃত্যুকে ঘিরে বিজেপির অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। ত্রিলোচন মাহাতোর মৃত্যুর আগে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তারা পুরুলিয়া থেকে সমস্ত বিরোধীদের সমূলে উৎপাটিত করবে।

পঞ্চায়েত ভোটের পর এই প্রথম অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছেন। গত সপ্তাহতেই সারদা চিট ফান্ড ও নারদার তদন্তের জন্য সিবিআই-এর ডায়রেক্টর রাকেশ আস্তানা কলকাতায় এসেছিলেন, এই দুটি চিট ফান্ডের অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকেই। 2018 -র মধ্যে সমস্ত মামলা নিষ্পত্তি করার আদেশ আছে। 
 

.