সমালোচনার জবাব দিয়েছেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
হাইলাইটস
- শিল্প আনতে 12 দিনের জন্য জার্মানি এবং ইতালি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী
- সফরে না গিয়ে মুখ্যমন্ত্রীর উচিত যাতে রাজ্যে সুশাসন থাকে দাবি রাহুলের
- শিল্প পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি অধীরেরে
কলকাতা: রাজ্যে শিল্প আনতে 12 দিনের জন্য জার্মানি এবং ইতালি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই সুর চড়াল কংগ্রেস এবং বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা এই বিদেশ সফরের সমালোচনায় সরব হয়েছেন। অধীরের দাবি গত কয়েক বছরে রাজ্যে কতটাকার বিনিয়োগ এসেছে তা শ্বেতপত্র প্রকাশ করে জনানো হোক। অন্যদিকে রাহুল সিনহার দাবি বিদেশ সফরে না গিয়ে মুখ্যমন্ত্রীর উচিত যাতে রাজ্যে সুশাসন থাকে সেটা দেখা।
প্রদেশ সভাপতি বলেন, ‘ এর আগেও মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন কিন্তু একটাকার বিনিয়োগও রাজ্যে আসেনি। তাছাড়া প্রতিউ বছর রাজ্য সরকার ঘটা করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে। কিন্তু তাতে কী ফল হয় আমারা জানি না। এই সমস্ত শিল্প সফর মুখ্যমন্ত্রীর বাৎসরিক প্রমোদ ভ্রমণে রূপান্তরিত হয়েছে। একই ভাবে রাহুল সিনহা বলেন, যখন বাজার পুড়ছে, ব্রিজ ভেঙে পড়ছে তখন আমাদের মুখ্যমন্ত্রী শিল্ল আনার নামে বিদেশে ছুটি কাটাচ্ছেন। বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, এ ধরনের মন্তব্যে শুধু মুখ্যমন্ত্রীর নয় আন্তর্জাতিক স্তরে দেশেরও অসম্মান হচ্ছে।