This Article is From Feb 04, 2019

ভবানীপুরে বিজেপি পার্টি অফিস ভাংচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

দক্ষিণ কলকাতায় বিজেপির একটি দলীয় কার্যালয় ভাংচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

Advertisement
অল ইন্ডিয়া

দিলীপ ঘোষ বলেন, কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা দেওয়ায় তৃণমূল ভয় পেয়ে গিয়েছে।

কলকাতা:

দক্ষিণ কলকাতায় বিজেপির একটি দলীয় কার্যালয় ভাংচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা দেওয়ায় তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তাই আমাদের ভবানীপুরের কার্যালয়ে ঢিল মারছিল ওরা। দিলীপ ঘোষ আরও জানান, তারপর তৃণমূলের সঙ্গে আমাদের দলের ছেলেদের বচসা শুরু হয়। তারপর তৃণমূলের কর্মীরা আমাদের দলীয় কার্যালয়ে ভাংচুর চালায়। যদিও স্থানীয় তৃণমূল নেতার কথায়, একদম ভিত্তিহীন অভিযোগ। আসলে ঘটেছিল এর ঠিক উল্টোটাই। বিজেপি কর্মীরাই মারধর করেছিল তৃণমূল কর্মীদের।

২০১৪ সালে বিজেপিকে আমাকে ব্যবহার করেছিলঃ আন্না হাজারে

সোমবার রাজ্যের বহু জায়গায় বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস। অবরোধ করে হাইওয়ে, রেললাইন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ'র কুশপুতুল পোড়ানো হয়।  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement