Delhi violence: কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কটাক্ষ করলেন সনিয়া গান্ধিকে।
হাইলাইটস
- কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধিকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের
- তিনি বলেন, ‘‘শ্রীমতি সনিয়া গান্ধি দয়া করে আমাদের রাজধর্ম শেখাবেন না’’
- এখনও পর্যন্ত দিল্লির হিংসায় ৩৯ জনের মৃত্যু হয়েছে
নয়াদিল্লি: কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) শুক্রবার দিল্লির হিংসা নিয়ে কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধির (Sonia Gandhi)মন্তব্যকে আক্রমণ করলেন। তিনি বলেন, বিরোধী নেত্রীর কোনও প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকারকে তার কর্তব্য সম্পর্কে জ্ঞান দেওয়ার, যেখানে তাঁর নিজের দলের রেকর্ড নিয়েই প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ‘‘শ্রীমতি সনিয়া গান্ধি দয়া করে আমাদের রাজধর্ম শেখাবেন না। আপনাদের রেকর্ড রয়েছে সহজ ভোট নীতির জন্য দ্রুত হিংসা ও তারপর বদলের।''
দিল্লির নতুন পুলিশ কমিশনার হলেন এসএন শ্রীবাস্তব
তিনি আরও বলেন, ‘‘স্পর্শকাতর বিষয়কে নিয়ে কংগ্রেসের এই রাজনীতির সম্ভাব্য তীব্রতম ভাবে নিন্দা করছে বিজেপি। এখন সময় একসঙ্গে শান্তি, ঐক্যের কথা বলার।''
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দলীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর সনিয়া গান্ধি বৃহস্পতিবার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাঁর দায়িত্বে গাফিলতির জন্য সরিয়ে দেওয়া হোক। তিনি অভিযোগ করেন দিল্লির হিংসার ‘নীরব দর্শক' দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার এবং কেন্দ্রীয় সরকার।
দড়ি বেয়ে স্কুলে ঢুকে ভাঙচুর দুষ্কৃতীদের, ঘাঁটি বানিয়ে চালিয়েছিল হামলা
এখনও পর্যন্ত দিল্লির হিংসায় ৩৯ জনের মৃত্যু হয়েছে।
কংগ্রেস তাদের স্মারক লিপিতে লেখে, ‘‘রাষ্ট্রপতিজি, আপনাকে দেশের সংবিধানের সর্বোচ্চ সম্ভাব্য দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের বিবেক রক্ষক হিসেবে এবং তাদের সংবিধানিক দায়িত্ব মনে করিয়ে দিয়ে রাজ ধর্মের স্তম্ভ হয়ে ওঠা। যার উপরে কোনও সরকার দাঁড়িয়ে থাকে।''