Dilip Ghosh: বিজেপির রাজ্য সভাপতির দাবি, অমিত শাহের ভার্চুয়াল সমাবেশ তৃণমূল নেতৃত্বকে নাড়িয়ে দিয়েছে(ফাইল চিত্র)
হাইলাইটস
- 'করোনা এক্সপ্রেস' মন্তব্য ঘিরে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ
- মঙ্গলবার অমিত শাহও তাঁর ভার্চুয়াল সমাবেশে ওই মন্তব্যের প্রসঙ্গ টানেন
- যদিও বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি ওই ধরণের কোনও মন্তব্য করেননি
কলকাতা: শ্রমিক স্পেশাল ট্রেনকে "করোনা এক্সপ্রেস" (Corona Express) বলেও পরে তা অস্বীকার করে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee),এমন অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ভাবনাচিন্তা করে তবেই মন্তব্য করা উচিত, কিন্তু তিনি কোনও কিছু না ভেবেই মন্তব্য করে বসেন, এমন ভাবে তৃণমূল নেত্রীর তীব্র সমালোচনাও করলেন গেরুয়া শিবিরের ওই নেতা (Dilip Ghosh)। এর আগে অমিত শাহ তাঁর ভার্চুয়াল সমাবেশে বাংলার মুখ্যমন্ত্রীর ‘করোনা এক্সপ্রেস' মন্তব্যের সমালোচনা করলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি কখনোই ওকথা বলেননি।বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যা বলেছেন, সেটাই উল্লেখ করেছেন তিনি। মমতা বলেন, “বাংলায় ফিরে এসেছেন ১১ লক্ষেরও বেশি শ্রমিক। আমি কখনও পরিযায়ীদের ট্রেনকে ‘করোনা এক্সপ্রেস' বলিনি। সাধারণ মানুষই এই নাম দিয়েছে”। মঙ্গলবার ভার্চুয়াল সমাবেশে অমিত শাহ অভিযোগ করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরণের মন্তব্য করে আসলে পরিযায়ী শ্রমিকদেরই অপমান করেছেন, এবং ওই ‘করোনা এক্সপ্রেস'-ই তাঁর বিদায়ী ট্রেন হবেন।
পরিযায়ী শ্রমিকদের ফেরানো ট্রেনকে “করোনা এক্সপ্রেস” বলেননি, দাবি মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের ‘করোনা এক্সপ্রেস' মন্তব্যকে অস্বীকার করেছেন সেবিষয়ে বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "কোনও বক্তব্য রাখার আগে মুখ্যমন্ত্রীকে ভাবনাচিন্তা করে কথা বলার জন্য অনুরোধ করছি আমি"।
"করোনা এক্সপ্রেসই আপনার সরকারকে বাংলার বাইরে পাঠাবে", মমতাকে বিঁধলেন অমিত শাহ
দিলীপ ঘোষ একথাও মনে করিয়ে দেন যে, এর আগে কোভিড -১৯ রোগী আসলে ওই রোগের কারণে মারা গেছেন নাকি অন্য কোনও কারণে মারা গেছেন কিনা তা খতিয়ে দেখতে যে ডেথ অডিট কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী, পরে তিনি চাপে পড়ে তা অস্বীকার করেন।
"মঙ্গলবার অমিত শাহের ভার্চুয়াল সমাবেশ তৃণমূল নেতৃত্বকে নাড়িয়ে দিয়েছে", বলেন বিজেপির রাজ্য সভাপতি।
মুখ্যমন্ত্রী অমিত শাহকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন এই অভিযোগ করে দিলীপ ঘোষ দাবি করেন যে রাজ্যের মন্ত্রীরা শাহের ভার্চুয়াল জনসভার ব্যয় সম্পর্কে মিথ্যে পরিসংখ্যান দিচ্ছেন।