ইতিমধ্যেই দুজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ (প্রতীকি ছবি)
কলকাতা: এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার (BJP Leader Hacked to Death) হুগলির আরামবাগে (Arambagh area of Hoogly)। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে কেন্দ্রের শাসক দল। যদিও অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল শিবির (TMC)। ইতিমধ্যেই দুজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃত বিজেপি নেতার নাম শেখ আমির খান, তাঁর ওপর তরোয়াল এবং বাঁশ নিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল বিজেপি ও তৃণমূলের। গত কয়েক দিনে দুদলের মধ্যে সংঘর্ষও হয়েছে।
বিজেপির হাতে থাকা ভাটপাড়া পুরসভাও খুব দ্রুত দখলে আসবে, দাবি তৃণমূলের
এক স্থানীয় বিজেপি নেতা বলেন, “এখানে আইনের কোনও শাসন নেই। এই হত্যার পিছনে রয়েছে তৃণমূল। যেখানে তাঁর ওপর হামলা হয়েছে, সেই জায়গাটি এসডিপিও অফিস থেকে বেশী দূরে নয়। তা সত্ত্বেও, ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরী করেছে পুলিশ”।
অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এক তৃণমূল নেতা। তাঁর পাল্টা অভিযোগ, লোকসভা নির্বাচনের পর থেকেই আরামবাগের তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বিজেপি কর্মীরা।
দোষীদের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)