বিজেপির তরফে খবর, লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে (ফাইল ছবি)
হাইলাইটস
- লেকটাউনে বিজেপি নেতা সব্যসাচী দত্তের উপর হামলার অভিযোগ
- কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। অভিযোগ অস্বীকার শাসক দলের
- তদন্ত চলছে; জানালো পুলিশ
লেকটাউন (কলকাতা): লেকটাউনে (Laketown in Kolkata) শারীরিক নিগ্রহের অভিযোগ তুললেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত (BJP Leader heckled)। বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়রের অভিযোগের তির তাঁর প্রাক্তন দল তথা তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে। পুলিশ সূত্রে এমনটাই খবর। রাজারহাট-নিউটাউন বিধানসভার এই বিধায়ক; দল বদল করলেও ছাড়েনি বিধায়কপদ। তবে, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি যোগের পর তাঁকে ছাড়তে হয়েছে মেয়রের পদ। তাঁর জায়গায় বসেছেন কৃষ্ণা চক্রবর্তী। বিজেপি সূত্রে খবর; লেকটাউনে এক দলীয় কর্মী সম্প্রতি করোনা মুক্ত হয়েছেন। তাঁকে দেখতে গিয়েছিলেন সব্যসাচী দত্ত। তাঁর অভিযোগ; "সেই কর্মসূচি সেরে ফেরার পথে কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীকে আমার উদ্দেশ্যে অশ্রাব্য শব্দ ব্যবহার করে। আমাকে শারীরিক ভাবে নিগ্রহও করা হয়েছে। আমার নিরাপত্তারক্ষী হামলাকারীদের থামাতে গেলে, তিনিও নিগৃহীত হয়েছেন। আমার গাড়িতে ভাঙচুর করে উইন্ডো কাঁচ ভেঙে দেওয়া হয়েছে।
বিজেপির তরফে খবর, লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই জানিয়েছে পুলিশ।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)