বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) অযোধ্যা মামলার রায়কে স্বাগত জানালেন।
বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়কে (Ayodhya verdict)স্বাগত জানালেন এবং বললেন, মানুষের উচিত ভগবান রামের আদর্শকে অনুসরণ করা ও ভালবাসার বার্তাকে ছড়িয়ে দেওয়া। তিনি অযোধ্যার রায় প্রকাশিত হওয়ার পর দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন। তিনি হিন্দিতে একটি টুইট করে জানান, ‘‘সর্বোচ্চ আদালত এই রায়ের মাধ্যমে বিশ্বের কাছে দেশের বিচারব্যবস্থার সম্মান আরও বাড়াল। আমাদের দেশবাসীদেরও উচিত ভগবান রামের পারস্পরিক ভালবাসার বার্তাকে অনুসরণ করা এবং এমন এক পরিবেশ তৈরি করা যাতে সারা বিশ্বের কাছে দেশের গৌরব বাড়ে।''
শনিবার অযোধ্যা মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বসম্মত রায়দান করল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই সাংবিধানিক বেঞ্চের নেতৃত্বে ছিলেন। তিনি ছাড়া বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস আব্দুল নাজির।
শীর্ষ আদালত রায় দিয়েছে, অযোধ্যার বিতর্কিত জমি মন্দির নির্মাণের জন্য তুলে দিতে হবে সরকারি ট্রাস্টের হাতে এবং শহরের “উপযুক্ত” ৫ একর জমি দিতে হবে মুসলিমদের।
এই রায়দানের মধ্যে দিয়েই শেষ হল ধর্মীয় এবং রাজনৈতিক অন্যতম গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের ইস্যুটি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)