This Article is From Feb 24, 2020

‘‘ট্রাম্প যাওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ থাকব’’, দিল্লি পুলিশকে হুঁশিয়ারি বিজেপি নেতা কপিল মিশ্রর

কপিল ওই পুলিশকে বলেছেন, ‘‘ট্রাম্প চলে যাওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ থাকব। এরপরে আমরা এমনকী আপনাদের কথাও শুনব না যদি রাস্তা ফাঁকা না করে দেওয়া হয়।’’

‘‘ট্রাম্প যাওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ থাকব’’, দিল্লি পুলিশকে হুঁশিয়ারি বিজেপি নেতা কপিল মিশ্রর

কপিল শর্মা জাফরাবাদের কাছে মৌজপুরে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে একটি মিছিলে নেতৃত্ব দেন।

হাইলাইটস

  • সিএএ-র প্রতিবাদে অবরুদ্ধ রাস্তা ফাঁকা করতে পুলিশকে হুঁশিয়ারি কপিল শর্মার
  • তিনি বলেন, ট্রাম যাওয়া পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন
  • সোমবার ভারতে এসেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
নয়াদিল্লি:

দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদীদের সঙ্গে আইনের সমর্থনকারীদের সংঘর্ষ বাঁধে রবিবার। ওই সংঘর্ষের পরে বিজেপি নেতা কপিল মিশ্রর করা টুইটের বিরোধিতা করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল আইনজীবীদের একটি দল। সাম্প্রদায়িক ও উত্তেজক টুইট করার জন্য পরিচিত কপিল জাফরাবাদের কাছে মৌজপুরে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে একটি মিছিলে নেতৃত্ব দেন। শনিবার রাত থেকে জাফরাবাদে সিএএ-র প্রতিবাদে বিক্ষোভ অবস্থান শুরু করেছেন প্রতিবাদীরা। কপিল মিশ্র দিল্লি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে টুইট করে জানান, ওই এলাকার অবরুদ্ধ রাস্তা মুক্ত করতে হবে। তিনি লেখেন, ‘‘তিন দিনের হুঁশিয়ারি দিল্লি পুলিশের জন্য। জাফরাবাদ ও চাঁদ বাগের রাস্তা ফাঁকা করে দিতে হবে। এরপর, আমাদের বোঝাতে এসো না। আমরা তোমাদের কথা শুনব না। তিন দিন।''

ওই টুইটের সঙ্গে কপিল মিশ্র একটি ভিডিও-ও শেয়ার করেন। সেই ভিডিওতে তাঁকে কথা বলতে দেখা যাচ্ছে এক পুলিশ আধিকারিকের সঙ্গে।

ভিডিওতে দেখা গিয়েছে, তিনি ওই পুলিশ আধিকারিককে বলছেন, ‘‘ট্রাম্প চলে যাওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ থাকব। এরপরে আমরা এমনকী আপনাদের কথাও শুনব না যদি রাস্তা ফাঁকা না করে দেওয়া হয়।''

রবিবারের সংঘর্ষের তিন ঘণ্টা আগে কপিল টুইট করেন। তিনি সকলকে দুপুর ৩টের সময় মৌজপুরে জমায়েত হওয়ার আহ্বান জানান। তিনি হিন্দিতে টুইট করেন, ‘‘জাফরাবাদকে উত্তর দিতে, সিএএ-র সমর্থন করতে আমরা পথে নামব। আপনারা সকলেই আমন্ত্রিত।''

একদা আপ নেতা, অরবিন্দ কেজরিওয়াল সরকারের প্রাক্তন মন্ত্রী কপিল আরও বলেন, ‘‘ওরা ৩৫ লক্ষ মানুষকে বিচ্ছিন্ন করে দিতে চায় রাস্তা আটকে। এটা কোনও প্রতিবাদের পথ? আমরা ওই জায়গাটিকে শাহিনবাগ হতে দেব না।''

রবিবার মৌজপুরে ছোঁড়া পাথরের আঘাতে কয়েকজন আহত হন। যে ভিডিও পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, প্রতিবাদীরা পাথর ছুঁড়ছেন। দুই দলের মধ্যে সংঘর্ষ চলছে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখনও জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে সিএএ-র প্রতিবাদে বিক্ষোভ অবস্থান করে রয়েছেন প্রতিবাদীরা। দুই মেট্রে স্টেশন জাফরাবাদ ও মৌজপুর বন্ধ রাখা হয়েছে।

2184627

.