This Article is From Oct 29, 2019

'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা'...বলে দিলীপকে ভাইফোঁটা দিলেন লকেট

সকাল সকাল স্নান সারা। পরনে নতুন শাড়ি। একপিঠ ভেজা চুল ছড়ানো। বোনের হাতে হাতে ফোঁটার থালা। তাতে চুয়া-চন্দন। ধান-দুব্বো।

'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা'...বলে দিলীপকে ভাইফোঁটা দিলেন লকেট

দাদা দিলীপ ঘোষকে ফোঁটা বোন লকেট চট্টোপাধ্যায়ের

কলকাতা:

সকাল সকাল স্নান সারা। পরনে নতুন শাড়ি। একপিঠ ভেজা চুল ছড়ানো। বোনের হাতে হাতে ফোঁটার থালা। তাতে চুয়া-চন্দন। ধান-দুব্বো। ততক্ষণে গেরুয়া পাঞ্জাবি-সাদা চোস্ত পরে আসনপিঁড়ি হয়ে আসনে বসে পড়েছেন দাদা। উলুধ্বনি, শাঁখের আওয়াজের মধ্যে 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা' বলতে বলতে ফোঁটা দিলেন বোন। আজকের দিনে ছবিটা খুবই চেনা। সবার ঘরে ঘরে মঙ্গলবার এভাবেই পালন হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া (Vai Dooja)। পার্থক্য একটাই, এই দাদা-বোন দু-জনেই রাজনীতির আঙিনার হেভিওয়েট ব্যক্তিত্ব। দাদা রাজ্য বুজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বোন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। ভাইফোঁটার দিন লকেটের বাড়িতে দিলীপের এই ভাইফোঁটা পর্ব ফেসবুক হয়ে ঘুরছে সোশ্যালের সমস্ত হ্যান্ডেলে।  

5obdb0uo

ফোঁটা দিয়ে, মিষ্টিমুখ করিয়ে দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করেন লকেট চট্টোপাধ্যায়। আশীর্বাদ নেন দাদার। কারণ, আজ তাঁরা রাজনৈতিক ব্যক্তিত্ব নন। নিতান্তই ভাই-বোনের সম্পর্কে বাঁধা পড়েছেন দু-জনে।

n7dl8nd

রীতি মেনেছেন দাদাও। বোন লকেটকে আশীর্বাদ করেছেন ধান-ধুব্বো দিয়ে। তবে উপহারের ঝুলি শূন্য থাকল! নাকি সময় মতো পূর্ণ হবে, সেটা আজ জানা যায়নি। 

.