এক যুবককে লাঠি দিয়ে মার, এবং মুখে খোঁচা মারলেন সম্বলের বিজেপি নেতা মহম্মদ মিঁয়া
নিউ দিল্লি: বিজেপি নেতার কীর্তিকলাপের ভিডিও ভাইরাল । সেখানে দেখা যাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করায় বিশেষ ক্ষমতা সম্পন্ন ওই যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন বিজেপি নেতা। সমাজবাদী পার্টিকেই ভোট দেওয়ার কথা বলেন ওই প্রহৃত যুবক। ভিডিওয় দেখা যাচ্ছে লাঠি দিয়ে যুবককে বেধড়ক মারধর করছেন সম্বলের বিজেপি নেতা মহম্মদ মিঁয়া এবং তাঁর মুখে লাঠি দিয়ে খোঁচা মারছেন।
বিজেপি নেতা চলে যখন চলে যাচ্ছেন, তখনও ওই যুবক চিতকার করে বলছেন, অখিলেশকেই ভোট দেবেন তিনি। আবার বিজেপি নেতা যেতে যেতে যেতে বলছেন, যাও ভোট দাও।
তামিলনাড়ুর সরকারী হাসপাতালে অন্তসত্ত্বা মহিলার শরীরে দেওয়া হল এইচআইভি সংক্রামিত রক্ত
ভিডিও ভাইরাল হতেই নিজের পক্ষে সওয়াল করেছেন বিজেপি নেতা মহম্মদ মিঁয়া। বিশেষ ক্ষমতা সম্পন্ন ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি করেছেন তিনি। যুবককে সরানোর চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন বিজেপি নেতা। সংবাদসংস্থা এএনআইয়ের কাছে তিনি দাবি করেছেন, যুবক মদ্যপ অবস্থায় মোদী এবং যোগীর ভামূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করেছিলেন। তিনি যুবককে সরানোর চেষ্টা করেছিলেন বলেও দাবি বিজেপি নেতার।