This Article is From Dec 13, 2019

রোজ সংস্কৃত ভাষা বললে মিলবে ডায়াবেটিস কোলেস্টরেল থেকে মুক্তি: বিজেপি সাংসদ

গণেশ সিং আরও বলেন, কয়েকটি ইসলামিক ভাষা সহ বিশ্বের প্রায় ৯৭ শতাংশেরও বেশি ভাষা সংস্কৃতের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে।

রোজ সংস্কৃত ভাষা বললে মিলবে ডায়াবেটিস কোলেস্টরেল থেকে মুক্তি: বিজেপি সাংসদ

বিজেপি সাংসদে দাবি, প্রতিদিন সংস্কৃত ভাষা বললে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বেড়ে যায়!

নয়াদিল্লি:

চিনি খাওয়া বন্ধ? ডায়াবেটিস? ইনসুলিনে জেরবার? সব সমস্যার এক দুরন্ত সমাধান হাজির করেছেন বিজেপি সাংসদ গণেশ সিং (BJP MP Ganesh Singh)। বৃহস্পতিবার বিজেপির এই সাংসদ বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শিক্ষা প্রতিষ্ঠানের করা গবেষণা অনুসারে প্রতিদিন সংস্কৃত ভাষা (Sanskrit language) বললে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বেড়ে যায়! যার ফলে ডায়াবেটিস (diabetes) এবং কোলেস্টেরলের (cholesterol) মতো রোগের উপশম ঘটে। সংস্কৃত বিশ্ববিদ্যালয় বিলের (Sanskrit universities bill) বিষয়ক একটি বিতর্কে অংশগ্রহণ করে তিনি আরও দাবি করেন যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA নাকি এক গবেষণায় জানিয়েছে যদি কম্পিউটার প্রোগ্রামিং সংস্কৃত ভাষায় করা হয় তবে তা ত্রুটিমুক্ত হবে। 

বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করলেন BHU-এর সংস্কৃতের মুসলিম অধ্যাপক ফিরোজ খান

গণেশ সিং আরও বলেন, কয়েকটি ইসলামিক ভাষা সহ বিশ্বের প্রায় ৯৭ শতাংশেরও বেশি ভাষা সংস্কৃতের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে।

এই বিল বিষয়ে সংস্কৃত ভাষায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি (Union Minister Pratap Chandra Sarangi)। তিনি বলেন এই ভাষাটি খুবই নমনীয় এবং একটি বাক্য এই ভাষায় বিভিন্নভাবে বলা যেতে পারে।

সংস্কৃত ভাষার জন্যই কথা বলা কম্পিউটার তৈরি সম্ভবপর, জানিয়েছে নাসা: দাবি শিক্ষামন্ত্রীর

তিনি আরও জানান, ব্রাদার এবং কাউ-এর মতো বিভিন্ন ইংরেজি শব্দ সংস্কৃত থেকেই এসেছে।

প্রতাপ চন্দ্র সারঙ্গি বলেন যে এই প্রাচীন ভাষার প্রচারের ফলে অন্য কোনও ভাষার প্রভাব পড়বে না।

.