BJP leader Rahul Sinha: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে আক্রমণ করেছেন রাহুল সিনহা।
কলকাতা: তৃণমূল সুপ্রিমো আগেই দাবি করেছেন তাঁর শিকাগো সফর বাতিলের নেপথ্যে আছে বড় ধরনের চক্রান্ত। একই দাবি করেছেন তাঁর দলের নেতারাও। রাজ্যসভার সাংসদ ডেরেক’ও ব্রায়েন থেকে শুরু করে প্রায় সকলেই এমনটা বলছেন। কিন্তু বিদেশ মন্ত্রকের দাবি মুখ্যমন্ত্রী যে সেখানে যেতে চান সেটাই তাদের জানা ছিল না!
আর এবার এই প্রসঙ্গে সুর চড়ালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তাঁর মতে আয়োজকদের হয়ত মনে হয়েছিল মমতা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার যোগ্য নন। তাই তারা আমন্ত্রণ বাতিল করেছেন। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যাপারে নিজের মত প্রকাশ করেছেন রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি।
নিশানা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকেও। কংগ্রেস সভাপতি লন্ডনের এক অনুষ্ঠানে হাজির হয়ে বলেন দেশ ছাড়ার আগে বিজয় মালিয়া কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। মাত্র কয়েকদিন আগে মালিয়া নিজেও জানান দেশ ছাড়ার আগে তাঁর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দেখা হয়েছিল।
পাল্টা দিয়েছেন জেটলিও। এই ব্যাপারটিকে নিয়েও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে আক্রমণ করেছেন রাহুল সিনহা। তিনি বলেন, কংগ্রেস সভাপতি কী করে জানলেন অরুণ জেটলির সঙ্গে মালিয়ার দেখা হয়েছিল? তার একটাই কারণ, মালিয়াকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছিল কংগ্রেস।
শুধু তাই নয় কংগ্রেসের মতো দুর্নীতিগ্রস্থ দলের সাহায্যেই টাকা লুট করেছেন মালিয়া। তাই আমার মনে হয় রাহুল এবং মালিয়ার মধ্যে কী ধরনের সম্পর্ক আছে তা জানতে কমিটি তৈরি করা হোক। অন্যদিকে গণেশ পুজোর মতো অনুষ্ঠানে তৃণমূলের নেতাদের যোগদান প্রসঙ্গেও কটাক্ষ করেছেন রাহুল সিনহা। তাঁর কথায়, তৃণমূল নেতারা বুঝে গিয়েছেন আল্লার নাম নিয়ে আর কিছু হবে না তাই রামের নাম নিচ্ছেন।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)