This Article is From Nov 02, 2018

বিজেপি নেতাকে হত্যা করা হল জম্মুতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন সেনা

গতকাল জম্মু ও কাশ্মীরে দুষ্কৃতিদের গুলিতে নিহত হন বিজেপির রাজ্য সভাপতি অনিল পারিহার এবং তাঁর ভাই অজিত

বিজেপি নেতাকে হত্যা করা হল জম্মুতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন সেনা

গতকাল রাতে কিশতওয়র জেলায় গুলি করে হত্যা করা হয় বিজেপি নেতা অনিল পারিহারকে।

কিশতওয়র/শ্রীনগর:

গতকাল জম্মু ও কাশ্মীরে দুষ্কৃতিদের গুলিতে নিহত হন বিজেপির রাজ্য সভাপতি অনিল পারিহার এবং তাঁর ভাই অজিত। রাত আটটা নাগাদ নিজেদের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময়েই গুলি চালায় আততায়ীরা। একেবারে সামনে থেকে গুলি চালিয়েছ তারা, জানায় পুলিশ। ঘটনাটি  ঘটেছে কিশতওয়র এলাকায়। ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আজ সকাল থেকে জারি হয়েছে কার্ফু। রাস্তায় নেমেছে সেনা। এই নিয়ে এই রাজ্যে গত এক মাসে তিনজন রাজনৈতিক নেতার ওপর আক্রমণ নেমে এল। এর আগে শ্রীনগরে একজন পিডিপি নেতা ও দুজন ন্যাশনাল কনফারেন্স কর্মীকে হত্যা করা হয়েছিল। এনডিটিভিকে কাশ্মীর পুলিশের পদস্থ কর্তা দিলবাগ সিংহ বলেন, "আমরা আততায়ীদের পরিচয় জানার চেষ্টা করছি"। 

জম্মুতে খুন বিজেপি নেতা ও তাঁর ভাই, এলাকায় কারফিউ

কিশতওয়র জেলার জেলাশাসক আংরেজ সিং রানা বলেন, " আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবে হাতের বাইরে চলে না যায়, সেটি নিশ্চিত করার জন্যই আমি সেনা ডেকেছি"। 

প্রসঙ্গত, 2001 সালে সন্ত্রাসবাদী হানায় এই জেলার সতেরো জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। 

গতকালের ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সহ দেশের প্রায় সব শীর্ষ নেতাই।

 

 

 

.