This Article is From Nov 30, 2018

শান্তিপুরে গিয়ে রাজ্যে মদ তৈরি ও বিক্রি বন্ধের দাবি জানাল বিজেপি

রাজ্যে মদ বিক্রি বন্ধের দাবি জানাল বিজেপি। শান্তিপুরে বিষ মদ খেয়ে প্রাণ হারিয়েছেন বেশ  কয়েকজন।  অসুস্থ  আরও বেশ কয়েকজন। এই ঘটনাকে  সামনে রেখে সুর চড়াল বিজেপি।

শান্তিপুরে গিয়ে রাজ্যে মদ তৈরি ও বিক্রি বন্ধের দাবি জানাল বিজেপি

শান্তিপুর বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত গণেশ হালদারকে  গ্রেফতার করল সিআইডি।

হাইলাইটস

  • শান্তিপুরে গিয়ে রাজ্যে মদ তৈরি ও বিক্রি বন্ধের দাবি জানাল বিজেপি
  • শুক্রবার ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন
  • বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত গণেশ হালদারকে গ্রেফতার করল সিআইডি
কলকাতা:

রাজ্যে মদ বিক্রি বন্ধের দাবি জানাল বিজেপি। শান্তিপুরে বিষ মদ খেয়ে প্রাণ হারিয়েছেন বেশ  কয়েকজন।  অসুস্থ  আরও বেশ কয়েকজন। এই ঘটনাকে  সামনে রেখে সুর চড়াল বিজেপি। দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এবং  মুকুল রায় সহ বেশ কয়েকজন বিজেপি  নেতা শুক্রবার ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গে কথাও বলেন তাঁরা। পরে  সাংবাদিকদের মুকুল জানান  এ রাজ্যে মদ তৈরি ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করতে  হবে। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যই এ পথে হেঁটেছে। তাঁর প্রশ্ন অন্যরা পারলে এই সরকার পারছে না  কেন? তাহলে কি ধরে  নিতে হবে মদের বিক্রি থেকেই  তৃণমূলের আয় হয়। আর সেই কারণেই বিষ মদ বন্ধের ব্যাপারে পুলিশ বা প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না। অন্যদিকে কৈলাশ দাবি করেন  অবৈধ ভাবে  বিক্রি হওয়া  মদের টাকা থেকে  লাভবান হয় তৃণমূল।

ফিরল বিষ মদের আতঙ্ক, শান্তিপুরে  মৃত সাত, অসুস্থ আরও অনেকে, সিআইডি তদন্তের নির্দেশ  

এদিকে শান্তিপুর বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত গণেশ হালদারকে  গ্রেফতার করল সিআইডি। এ পর্যন্ত ১২ জন প্রাণ হারিয়েছেন এই  ঘটনায়। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩৫ জন।শান্তিপুরের চৌধুরি পাড়া থেকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হয়েছেন গণেশ। এদিকে শুক্রবার এ নিয়ে পুলিশকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন রাজ্যের কোথাও বিষমদের কারবার চলছে  কিনা তা দেখতে হবে  পুলিশকে। এর আগে  ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য  সরকার। কয়কে বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার সংগ্রামপুরেও বিষমদ খেয়ে অনেকের মৃত্যু হয়। সেই ঘটনাতেও ক্ষতিপূরণ দেয় রাজ্য  সরকার আর তা  নিয়ে বিতর্কও  কিছু কম হয়নি।                                   

 

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.