প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি শনিবার এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নয়াদিল্লি: অরুণ জেটলির (Arun Jaitley) প্রয়াণে শোকস্তব্ধ গেরুয়া শিবির। কারোর ভালো বন্ধু, কেউ আবার বলছেন হারালেন তাঁদের পথ-প্রদর্শককে। শাসক থেকে বিরোধী, এক বাক্যে সবাই বলছেন দেশ হারালো এক বাগ্মী রাজনীতিবিদকে। দল ও দেশের প্রতি জেটলির অবদান ঘিরে চলছে বিজেপি (BJP) নেতাদের স্মৃতিচারণা।বিজেপি সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ট্যুইটে জানিয়েছেন, অরুণ জেটলির প্রয়াণ তাঁর কাছে ‘ব্যক্তিগত ক্ষতি'। তিনি লিখেছেন, ‘‘অরুণ জেটলির মৃত্যুতে আমি শোকাহত। আমার কাছে এটি একটি ব্যক্তিগত ক্ষতি। জেটলিজির মৃত্যুতে শুধুমাত্র দলের একজন বরিষ্ঠ নেতাকেই হারালাম না বরং পরিবারের একজনকে হারালাম। আমার কাছে উনি ছিলেন একজন পথপ্রদর্শকের (guided) মতো ।'
সবচেয়ে বড় কর সংস্কার করেছিলেন অরুণ জেটলি
বিজেপির প্রবীণ নেতা এলকে আদবানি (LK Advani) তাঁর অনুগামী জেটলিকে একজন গভীর বিশ্লেষণাত্মক মানুষ হিসাবে স্মরণ করেছেন। অনেক জটিল বিষয় সহজে সমাধানের জন্য দল তাঁর উপর নির্ভর করতো বলে জানিছেন বিজেপির মার্গ দর্শক। আদবানি এক বিবৃতিতে বলেন, "কয়েক দশক ধরে একজন নিবেদিত প্রাণ দলীয় কর্মী, যিনি আমাকে দলের সভাপতি থাকাকালীন বিজেপি কোর কমিটিতে অন্তর্ভুক্ত করেছিলেন এবং দ্রুত দলের শীর্ষস্থানীয় নেতাদের একজন হয়ে উঠেছিলেন।"
বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) দলের আগ্রজ জেটলি সম্পর্কে জানিয়েছেন, ‘তাঁর জলন্ত বক্তৃতা ও হাসি মুখে কঠিন সময়কে অতিক্রমের মানসিকতা সকলের মনে থাকবে।' তাঁর কথায় জেটলির প্রয়াণ দল ও দেশের রাজনীতিতে একটা শূন্যতার সৃষ্টি করবে। অর্থমন্ত্রী হিসাবেই হোক বা প্রতিরক্ষা, বিশ্বে ভারতকে প্রথম সারিতে তুলে ধরতে তাঁর অবদান অনস্বীকার্য।
জটিল সমস্যার সমাধান করতেন, ভাল রেস্তোঁরার নাম দিতেন, স্মৃতিচারণ আদবানির
প্রথম মোদি মন্ত্রিসভায় প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রকের দায়িত্বে ছিলেন অরুণ জেটলি (Arun Jaitley)। জুড়েছিল তথ্য সম্প্রচার মন্ত্রকও। পরে শুধু অর্থ দফতরের দায়িত্ব নেন তিনি। যে দফতরেই কাজ করেছেন, সেখানেই ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী ও দীর্ঘদিনের সতীর্থ রাজনাথ সিং (Rajnath Singh) অরুণ জেটলির প্রয়াণে শোকাহত। তাঁর মন্তব্য, ‘জেটলিজি দেশের অর্থনীতিকে অন্ধকার থেকে বের করে এনে সঠিক পথে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন আপনি। বিজেপি অরুণজির অনুপস্থিতি অনুভব করবে। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।'
PM's Tribute To Arun Jaitley:"এক মূল্যবান বন্ধুকে হারালাম আমি"
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari) জেটলির স্মৃতিচারণায় আবেগবিহ্বল। তাঁর মতে, দেশ এক কৃতি সন্তানকে হারিয়েছে। ছাত্র রাজনীতি থেকে তাঁকে পরিচয় জেটলি ও গড়কড়ির। দুঁদে আইনজীবী হিসাবে জেটলির স্বকীয় যুক্তি নির্ভর তর্কের ক্ষমতা তাক লাগানো। গড়কড়ি বিজেপি সভাপতি থাকাকালীন বহুবার অরুণ জেটলির থেকে পরামর্শ নিয়েছেন বলেও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। দলের আদর্শ ভিত্তিক নীতি নিয়ন্ত্রক ছিলেন জেটলি।
দ্বিতীয় মোদি মন্ত্রিসবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) জানিয়েছেন, ‘আমার মতো অনেকের পরামর্শদাতা ছিলেন অরুণ জেটলি। এতটাই উদার মনে মানুষ ছিলেন যে যেকোনও পরিস্থিতিতে যে কাউকে পরামর্শ দিতেন। তাঁর বুদ্ধি, সততা ও বিচক্ষণতা তুলনাহীন।'
নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) জেটলিকে স্মরণ করতে গিয়ে জানিয়েছেন, একজন ব্যক্তি যিনি খুব সহজ উপায়ে কম অর্থ সম্পন্ন ব্যক্তিকেও সাহায্য করতেন। দল ও দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা চলার পথের পাথেও।
প্রকাশ জাভড়েকর থেকে হরদীপ পুরি, আবার এনডিএ শরিক দল লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ান প্রত্যেকেই জেটলিকে শ্রদ্ধা নিবেদন করেছেন স্মৃতিচারণার মধ্যে দিয়ে।