Read in English
This Article is From May 31, 2018

উত্তরপ্রদেশের ক্যাইরানাতে চলছে বিজেপির সম্মান বাঁচানোর লড়াই

10 টি রাজ্যে উপনির্বাচনে শুরু থেকেই এই  কেন্দ্র এক বিশেষ ভূমিকা নিতে থাকে

Advertisement
অল ইন্ডিয়া

গত সোমবার এখানে পুনরায় নির্বাচন হয়

নিউ দিল্লি: উত্তরপ্রদেশের ক্যাইরানাতে বিজেপি এই মুহূর্তে নিজেদের আসন রক্ষার লড়াইয়ে মাঠে নেমেছে। 10 টি রাজ্যে উপনির্বাচনে শুরু থেকেই এই  কেন্দ্র এক বিশেষ ভূমিকা নিতে থাকে।  আর ইতিমধ্যে বিজেপির প্রার্থী মৃগাঙ্ক সিংকে পিছিয়ে দিয়ে রাষ্ট্রীয় লোক দলের তাবাস্সুম হাসান এগিয়ে রয়েছেন।   

কংগ্রেস ও সমাজবাদী পার্টি  থেকে সমর্থন রয়েছেন তাবাস্সুম হাসানের। এবং তিনি বহুজন সমাজ পার্টি (বিএসপি) এর সমর্থনও দাবি করেন।

মার্চ মাসে গোরখপুর এবং ফুলপুরে সমাজবাদী পার্টি আর বিএসপি একজোট হয়ে শাসক দলকে পরাজিত করার পর থেকেই এই অঙ্ক দিয়ে বাজি মাত করার দারুন ফর্মুলা পেয়েছে বিরোধীরা। আর সেটাই  এই কেন্দ্রেও চেষ্টা করছে তারা। 

Advertisement
এই বছরের শেষের দিকে এবং 2019 সালের জাতীয় নির্বাচনে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হটানোর লক্ষ্যে এক যোগে একটি সফল টেমপ্লেট তৈরির আশা করছে।

ফেব্রুয়ারি মাসে বিজেপি সাংসদ হুকুম সিংএর মৃত্যুর পরই সেই কেন্দ্রে পুনরায় নির্বাচন হয়, যেখানে তার ছেলে মৃগয়াঙ্কা সিং দাঁড়িয়েছেন। 
Advertisement
Advertisement