মহাত্মা গান্ধিকে নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি, দাবি অনন্তকুমার হেগড়ের।
হাইলাইটস
- মহাত্মা গান্ধিজিকে নিয়ে তীর্যক মন্তব্য করে বিতর্কে অনন্তকুমার হেগড়ে
- সংসদে বিরোধীরা ওই মন্তব্যের কড়া নিন্দা করে আক্রমণ করে হেগড়েকে
- হেগড়ে জানিয়েছেন, তিনি এমন কোনও কথা বলেননি
বেঙ্গালুরু/কলকাতা: মহাত্মা গান্ধিজির (Mahatma Gandhi) স্বাধীনতা সংগ্রামকে “মঞ্চস্থ নাটক” বলে কটাক্ষ করায় দলেরই সাংসদ অনন্তকুমার হেগড়েকে (Anantkumar Hegde) নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল বিজেপি। কিন্তু অনন্তকুমার জানালেন, তিনি এমন কোনও কথা বলেননি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘সংবাদমাধ্যম যা দেখাচ্ছে তা মিথ্যা। আমি আমার বক্তব্য থেকে সরছি না। আমি কখনওই কোনও রাজনৈতিক দল বা গান্ধির উল্লেখ করিনি।'' তিনি আরও বলেন, ‘‘যদি আমি গান্ধি বা (জওহরলাল) নেহরু সম্পর্কে একটা শব্দও বলে থাকি, আমাকে দেখান।'' যদিও বিজেপি সূত্র জানাচ্ছে, হেগড়ের মন্তব্য নিয়ে অসন্তুষ্ট দলের শীর্ষ নেতারা। তাঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। জানা গিয়েছে, দল সাংসদ হেগড়েকে ধমক দিয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে এমন মন্তব্য কখনওই গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার সংসদে বিরোধীরা ওই মন্তব্যের কড়া নিন্দা করে আক্রমণ করে হেগড়েকে।
ছ'বারের সাংসদ বলেছিলেন, “এই তথাকথিত বড় বড় নেতাদের মধ্যে কেউই একবারও পুলিশের মার খাননি। তাঁদের স্বাধীনতা সংগ্রাম ছিল বড় নাটক। ব্রিটিশদের সমর্থনেই তাঁদের এই স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। এগুলি প্রকৃত লড়াই ছিল না। এটা ছিল অপসের স্বাধীনতা সংগ্রাম।”
তিনি আরও জানিয়েছিলেন, ‘‘সত্যাগ্রহের জন্য ব্রিটিশরা ভারত ত্যাগ করেনি। হতাশ হয়ে ভারতকে স্বাধীনতা দিয়েছিল ব্রিটিশরা। আমার রক্ত গরম হয়ে যায়, যখন আমি ইতিহাস পড়ি। এই ধরনের মানুষ আমাদের দেশে মহাত্মা হয়ে যান।''
লোকসভায় কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেন, যাঁরা মহাত্মা গান্ধিকে অপমান করেন তাঁরা ‘‘রাবণের সন্তান''। পরে হেগড়ের মন্তব্যের প্রতিবাদ করে কংগ্রেস সংসদ ত্যাগ করে।
অধীর চৌধুরী বলেন, ‘‘এই প্রতিবাদ শান্তিপূর্ণ ভাবে করা হয়েছে। সমস্ত প্রতিবাদ করা হয়েছে মহাত্মা গান্ধির নীতি মেনে। যে মহাত্মা গান্ধিকে সারা পৃথিবীকে পুজো করা হয়, সেই মহাত্মা গান্ধিকে অপমান করা হয়েছে। ওঁরা রাবণের সন্তান। ওঁরা রামের উপাসককে অপমান করছেন।''
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি জানিয়েছেন, ‘‘এরা অকারণে ইস্যু তৈরি করছে। ওই সংশ্লিষ্ট সদস্য জানিয়েছেন, উনি এমন কোনও কথা বলেননি। আমরা বিজেপিরাই প্রকৃত ভক্ত। ওরা নকল গান্ধি মানে সনিয়া ও রাহুল গান্ধির ভক্ত।''