This Article is From Sep 17, 2018

বিজেপি সাংসদের পা ধোয়া জল খেলেন দলের কর্মী

BJP সাংসদের পা ধুইয়ে দিলেন দলের কর্মী। সাংসদের পা ধোয়া সেই জল খেয়েও নিলেন তিনি। গোটা ঘটনায় ঝাড়খণ্ডের বিধায়ক নিশিকান্ত দুবেকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।

বিজেপি সাংসদের পা ধোয়া জল খেলেন দলের কর্মী

ঝাড়খণ্ডের গোদ্দা এলাকায় রবিবার এই ঘটনাটি ঘটেছে।

নিউ দিল্লি:

বিজেপি সাংসদের পা ধুইয়ে দিলেন দলের কর্মী। সাংসদের পা ধোয়া সেই জল খেয়েও নিলেন তিনি। গোটা ঘটনায় ঝাড়খণ্ডের বিধায়ক নিশিকান্ত দুবেকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। ঝাড়খণ্ডের গোদ্দা এলাকায় রবিবার এই ঘটনাটি ঘটেছে। একটি সেতু তৈরি সংক্রান্ত ঘোষণা করতে  গতকাল গোদ্দার  কানভাড়া গ্রামে গিয়েছিলেন সাংসদ। তখনই তাঁর পা ধোয়া জল পাণ করেন। সেই ভিডিয়ো  সাংসদের ফেসবুক পেজে দেওয়া হয়েছিল।


পরে  অবশ্য সেটি সরিয়ে নেওয়া হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে পবন নামে ওই বিজেপি কর্মী সাংসদের পা ধোয়া জল খাচ্ছেন। তবে বিতর্কের সঙ্গে নিশিকান্তর সম্পর্ক অনেক দিনের। অনাস্থা প্রস্তাবের উপর আলোচনার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেছিলেন কংগ্রেস সভাপতি  রাহুল। সেবারও বেফাঁস মন্তব্য করেছিলেন এই সাংসদ। তাঁর মনে হয়েছিল কংগ্রেস সভাপতিকে আলিঙ্গন করার অর্থ বিবাহ বিচ্ছেদের দিকে এগিয়ে যাওয়া। এবার আবারও বিতর্কে নিশিকান্ত।  

.