This Article is From Jul 26, 2020

হিন্দুরা মিলে দিনে পাঁচবার হনুমান চল্লিশা পড়লে করোনা দূর হবে: প্রজ্ঞা ঠাকুর

এ প্রসঙ্গে উল্লেখ্য, ৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো। সেই উপলক্ষে এখন প্রস্তুতি তুঙ্গে

হিন্দুরা মিলে দিনে পাঁচবার হনুমান চল্লিশা পড়লে করোনা দূর হবে: প্রজ্ঞা ঠাকুর

করোনা দূর করতে দিনে পাঁচবার হনুমান চল্লিশা পড়ুন: প্রজ্ঞা সিং ঠাকুর

ভোপাল:

করোনা নামক অণুজীবকে দেশছাড়া করতে নানা মুনির মত। পতঞ্জলি তো করোনিল বাজারে এনেই ফেলেছিল। কেন্দ্রীয় মন্ত্রী আবার দাবি করেছেন ভাবিজি পাঁপড় খেলে বিদায় নেবে করোনা। অপর এক কেন্দ্রীয় মন্ত্রী রীতিমতো কর্মী-সমর্থকদের নিয়ে মুম্বইয়ের রাস্তায় নেমে গো করোনা গো স্লোগান তুলেছিলেন। করোনা তাড়ানোর এই উদ্যোগে এবার নয়া সংযোজন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর (BJP MP Pragya Thakur on Hanuman Challisha)। শনিবার তিনি বলেছেন, "আজ থেকে ৫ অগাস্ট পর্যন্ত দিনে পাঁচবার হনুমান চল্লিশা পড়ুন তাহলে করোনা (Covid-19 free India) দূর হয়ে যাবে।" এ প্রসঙ্গে উল্লেখ্য, ৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো। সেই উপলক্ষে এখন প্রস্তুতি তুঙ্গে। এই বিজেপি সাংসদের আহ্বান, "আসুন মানুষের নিরোগ শরীর কামনায় প্রার্থনা করি। আজ ২৫ জুলাই থেকে আগামি ৫ অগাস্ট পর্যন্ত সন্ধ্যা ৭টায় দিনে পাঁচবার হনুমান চল্লিশা পড়ি। আর ৫ অগাস্ট প্রতি ঘরে প্রদীপ জ্বালিয়ে রামলালাকে স্মরণ করি।"

প্রজ্ঞা ঠাকুর টুইট করে বলেন, "মধ্যপ্রদেশের বিজেপি সরকার সংক্রমণ ঠেকাতে উদ্যোগী। ৪ অগাস্ট অবধি লকডাউন বলবৎ রয়েছে। যদি গোটা দেশের হিন্দুরা একস্বরে হনুমান চল্লিশা পড়েন তবে করোনা দূর হবেই। এটা ভগবান রামের নিজের প্রার্থনা।"

ভিডিও: প্লেনে সহযাত্রীদের ক্ষোভের মুখে পড়েন প্রজ্ঞা:

.