This Article is From Aug 16, 2019

বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলির ছেলেকে গ্রেফতার করল পুলিশ

আগেই পুলিশ সূত্র থেকে জানানো হয়েছিল, তাঁর ছেলের (Roopa Ganguly son) গাড়িটি প্রথমে গল্ফ গার্ডেনের (Golf Garden) একটি ক্লাবের দেওয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা (Roopa Ganguly son accident) মারে

গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর অভিযোগে গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে

কলকাতা:

এবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠল বিজেপি (BJP) সাংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের (Roopa Ganguly) ছেলের বিরুদ্ধে, এবং তারই জেরে আজ সকালে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আগেই পুলিশ সূত্র থেকে জানানো হয়েছিল, তাঁর ছেলের গাড়িটি প্রথমে গল্ফ গার্ডেনের (Golf Garden) একটি ক্লাবের দেওয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ২০ বছরের আকাশ মুখার্জির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে রূপা গঙ্গোপাধ্যায়ের (Roopa Ganguly) ছেলে আকাশ মুখোপাধ্যায় (Roopa Ganguly) গাড়ি ঘোরানোর সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গল্ফ গার্ডেন এলাকার ১টি অভিজাত ক্লাবের দেওয়ালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি প্রচন্ড গতিতে চলছিল, এবং বেশ কয়েকজন গাড়িতে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। এরপরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই অভিজাত ক্লাবটির (Golf Garden) দেওয়ালে গিয়ে ধাক্কা মারলে, দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে গাড়ির উপরেই, ফলে গাড়ির মধ্যেই আটকে যান চালক আকাশ মুখোপাধ্যায়।

বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলির ছেলের গাড়ি ধাক্কা মারল গল্ফ গার্ডেনের দেওয়ালে

এই দুর্ঘটনার পর রূপা গঙ্গোপাধ্যায় নিজে টুইট করে জানান, "কী মজার ব্যাপার .. বিকেলে আমি তাঁর সঙ্গে কথা বললাম .. বিকেল তিনটের সময় তাঁর মধ্যাহ্নভোজ এবং অন্যান্য সাধারণ বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম .. এখন আমি সংবাদমাধ্যমে এইরকম বোকা বোকা মন্তব্য শুনতে পাচ্ছি। আজ সকাল ৭টা ৫০ এর বিমানে ও ফিরে গেছে .. এটা কেমন ধরণের সংকীর্ণ রাজনীতি?”

 ছেলে আকাশ মুখোপাধ্যায়ের (Roopa Ganguly son accident) মদ্যপ থাকার অভিযোগের ভিত্তিতে এরই কথা বলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্য়ায়। 

.