মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শপথ নিয়েছেন বৃহস্পতিবার।
মুম্বই: মহারাষ্ট্রের (Mahashtra) নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শপথ নিয়েছেন বৃহস্পতিবার। শপথগ্রহণের সময় নিজের বাবা-মা ও ছত্রপতি শিবাজির নাম নেন তিনি। বিজেপি (BJP) এই নিয়ে আপত্তি জানিয়েছে। উদ্ধব ঠাকরে জানালেন, এটা এমন এক বিষয় যেটার পুনরাবৃত্তি করতে তাঁর কোনও সঙ্কোচ হবে না। তিনি বলেন, ‘‘আপনারা অবাক হয়েছেন আমি ছত্রপতি শিবাজির নাম নিয়েছি (শপথ গ্রহণের সময়)। আমি এই নাম আবার এবং আবারও নেব। যাঁরা নিজেদের বাবা-মার নাম নেন না তাঁদের বেঁচে থাকার অধিকার নেই। ছত্রপতি শিবাজি এবং নিজের বাবা-মা'র নাম নেওয়াকে অপরাধ বলে ভাবাটা মহারাষ্ট্রের সংস্কৃতির পরিপন্থী।''
প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ওয়াক আউট করেন উদ্ধব ঠাকরে ও তাঁর মন্ত্রীরা বেআইনি ভাবে শপথ নিয়েছেন এই অভিযোগে। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ ছিল অন্তর্বর্তী স্পিকার বিজেপির কালিদাস কোলাম্বকারকে সরিয়ে এনসিপির দিলীপ ওয়ালসে পাতিলকে অস্থায়ী স্পিকার নিয়োগ করা নিয়েও আপত্তি জানিয়েছে বিজেপি।
মহারাষ্ট্রে আস্থাভোটে জয়ী শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট
এদিন বিজেপি সদস্যদের নিয়ে ওয়াক আউট করার সময় দেবেন্দ্র ফড়নবিশ জানান, ‘‘একজন বালাসাহেব ঠাকরের নাম নিচ্ছেন, অন্যজন নিচ্ছেন সনিয়া গান্ধি ও এনসিপি সভাপতি শরদ পাওয়ারের নাম। প্রস্তাবিত পদ্ধতিতে শপথ গ্রহণ হয়নি।''
পাশাপাশি তিনি বলেন কালিদাস কোলাম্বকারকে সরিয়ে দিলীপ ওয়ালসে পাতিলকে দায়িত্ব দেওয়াও ‘‘সাংবিধানিক নিয়মের লঙ্ঘন'' বলে জানান দেবেন্দ্র ফড়নবিশ।
‘‘ইতিহাসে কখনও হয়নি'': আস্থা ভোটের আগে এমন জানিয়ে ওয়াক আউট করল বিজেপি
তাঁর শপথ গ্রহণের সময় উদ্ধব ঠাকরে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন জোটসঙ্গী বিধায়কদের প্রতি। সেই সঙ্গে মহারাষ্ট্রের জনতাকেও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, ‘‘আমি সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই যাঁরা আমাকে বিশ্বাস করেছেন। আমি ধন্যবাদ জানাই রাজ্যের মানুষকেও। তাঁদের আশীর্বাদ ছাড়া রাজ্যের জন্য কাজ করা সম্ভব নয়।''
৫৯ বছরের শিবসেনা প্রধান জানান মহারাষ্ট্র বিধানসভায় এই প্রথম এসেছেন তিনি। আস্থা ভোটে জয়লাভ করার পর উদ্ধব ঠাকরে বলেন, ‘‘কক্ষে প্রবেশের আগে চাপ অনুভব করছিলাম। কেননা আমার এই কাজের কোনও অভিজ্ঞতা নেই। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এখানে আসতে পেরে।''
মোট ১৬৯ জন আস্থা ভোটে নতুন জোটের পক্ষে তাঁদের সায় দেন।