This Article is From Jan 13, 2020

পশ্চিম বর্ধমানে আগুনে ভস্মীভূত বিজেপি কার্যালয়, অভিযোগের তীরে টিএমসি

পশ্চিম বর্ধমান জেলায় আগুনে ভস্মীভূত বিজেপির কার্যালয়।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

রবিবার রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিজেপির অভিযোগের তীর টিএমসি'র দিকে। (রিপ্রেসেন্টেটিভ চিত্র)

Highlights

  • পশ্চিম বর্ধমানে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বিজেপির দলীয় কার্যালয়
  • রবিবারের এই ঘটনায় 'অভিযুক্ত' টিএমসি
  • অভিযোগ উড়িয়ে দিয়েছে টিএমসি
কলকাতা/পশ্চিম বর্ধমান):

পশ্চিম বর্ধমান জেলায় আগুনে ভস্মীভূত বিজেপির কার্যালয়। এই ঘটনায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (টিএমসি) কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। রবিবারের রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে সোমবার জানিয়েছেন সালানপুর থানার এক আধিকারিক। তিনি বলেছেন, আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বিজেপির ওই দলীয় কার্যালয়।এই ঘটনায় সন্ত্রাসের অভিযোগ তুলে শাসক দল টিএমসি-কে কাঠগড়ায় তুলেছে বিজেপি। স্থানীয় নেতা অভিজিৎ রায়ের অভিযোগ, 'রবিবার সকালে স্থানীয় সাংসদ বাবুল সুপ্রিয়র উদ্যোগে আমরা এলাকার দুঃস্থ ও আর্তদের গরম পোশাক বিলি করেছি।সেই রাগ থেকে এ কাজ করেছে টিএমসি । যেহেতু এলাকায় আমাদের জনপ্রিয়তা বাড়ছে, তাই সন্ত্রাসের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। এর আগেও একই ভাবে আমাদের একাধিক পার্টি অফিস পোড়ান হয়েছিল।'

যদিও টিএমসি-র  বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করেছেন স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি পিটিআইকে পাল্টা অভিযোগ করেন, 'বিজেপির গুণ্ডাদের অভ্যন্তরীণ দ্বন্দের জেরে এই ঘটনা ঘটেছে। ওই কার্যালয়ের সামনে লটারি টিকিট বিক্রি করা হয়। পাশাপাশি বিজেপির মদতপুষ্ট গুন্ডারা ওখানে বসেই মদ্যপান করে। এই দুই গোষ্ঠীর সংঘর্ষে পুড়েছে ওই পার্টি অফিস।'



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement