তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘বিজেপি ফেকু পার্টি। ওরা কেবল ফেক নিউজ ছড়াতেই পছন্দ করে।’’
হাইলাইটস
- কৃষ্ণনগরে এক কর্মিসভায় একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়
- তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘বিজেপি ফেকুদের পার্টি।’’
- তিনি নাম না করে আক্রমণ করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে
বিজেপি (BJP) ‘ফেকুদের' দল (Party Of "Fekus")। বুধবার এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। কৃষ্ণনগরে এক কর্মিসভায় তৃণমূল কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন।তিনি বলেন, বিজেপি ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চায় মানুষকে বন্দুক ও বুলেটের ভয় দেখিয়ে। নাম না করলেও মুখ্যমন্ত্রীর এদিন বিঁধেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও। অনুরাগ কয়েক দিন আগে মন্তব্য করেছিলেন, ‘‘বিশ্বাসঘাতকদের গুলি করে দাও।'' সেই মন্তব্য নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। মমতা অনুরাগের নাম না করে প্রশ্ন তোলেন, কী করে একজন কেন্দ্রীয় মন্ত্রী, যিনি একটি সাংবিধানিক পদে রয়েছেন, তিনি এমন মন্তব্য করতে পারেন।
কেবল অনুরাগই নন, এদিন মমতার তোপের নিশানায় ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তাঁর করা ‘গোলি ভার্সাস বোলি' মন্তব্য নিয়েও কটাক্ষ করেন মমতা।
তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘বিজেপি ফেকুদের দল। ওরা কেবল ফেক নিউজ ছড়াতেই পছন্দ করে। ওরা মানুষকে বন্দুক ও বুলেটের ভয় দেখিয়ে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চায়।''
তিনি আরও বলেন, ‘‘আমি ভারতে জন্মেছি। যে দেশ বিজেপি বন্দুক ও বুলেট দিয়ে শাসন করছে সেখানে নয়।''
তিনি অভিযোগ করেন, বিজেপি জোর করে দেশে সিএএ, এনপিআর ও এনআরসি চালু করতে চেয়ে দেশের ঐক্য নষ্ট করছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)