মধ্যপন্থার সন্ধান করে নিজেদের অভিপ্রায়কে বাস্তব রূপ দিতে চান মোদী- শাহ জুটি।
হাইলাইটস
- মধ্যপন্থার সন্ধান করে নিজেদের ইচ্ছাকে বাস্তব রূপ দিতে চান মোদী- শাহ জুটি
- আগামী বছর ওডিশা, অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানাতে ভোট হবে
- ভোট এগিয়ে আনার রাস্তা খোলা থাকবে
নিউ দিল্লি: লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করাতে চায় বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ চান এমনটাই। কিন্তু আপত্তি করেছে বিরোধী দলগুলি। তাদের দাবি এমন একটা বদল ঘটাতে গেলে সংবিধানে সংশোধন আনতে হবে। তাতে কিছু পদ্ধতিগত সমস্যা রয়েছে। আর তাই মধ্যপন্থার সন্ধান করে নিজেদের অভিপ্রায়কে বাস্তব রূপ দিতে চান মোদী- শাহ জুটি। সংবিধান সংশোধন না করেই পরের বছর 11 টি রাজ্যের ভোট লোকসভা নির্বাচনের সঙ্গে করাতে চায় বিজেপি। এর মধ্যে কয়েকটি রাজ্য বিজেপি শাসিত। তাই সেখানে নিজেদের সময় মতো নির্বাচন করানোর সুবিধা পাবে বিজেপি। মানে ভোট এগিয়ে আনার রাস্তা খোলা থাকবে। আর যেখানে ভোট করানোর সময় পেরিয়ে যাওয়ার আশাঙ্কা আছে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার চিন্তা ভবনা রয়েছে গেরুয়া শিবিরের।
এমনিতে আগামী বছর ওডিশা, অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানাতে ভোট হবে। এই তিনটির কোনওটিই বিজেপি শাসিত রাজ্য নয়। তবে তার আগে ভোট হওয়ার কথা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো জায়গায়। এরই সঙ্গে বিহারের মতো কিছু রাজ্যের ভোট এগিয়ে আনার ভাবনা রয়েছে বিজেপি থিঙ্কট্যাঙ্কের। কিন্তু সেটা করতে গেলে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে ভোট করার নির্দিষ্ট সময় পার হয়ে যাবে। আর তাই সেই সমস্ত জায়গায় রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় কেন্দ্রের শাসক দল।
বিজেপি উদ্যোগ নিলেও কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে, টিডিপি, জেডিএস এবং বাম দলগুলি এ ব্যাপারে সরকারের পাশে নেই। আর তাই মোদী – শাহদের পক্ষে কাজটা খুব সহজ নয় বলেই মনে করা হচ্ছে।