This Article is From Jan 16, 2019

পুরনো খেলা খেলছে বিজেপি, কর্নাটকের পরিস্থিতি নিয়ে মত মুখ্যমন্ত্রীর

কর্নাটকে কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মমতা। এবার সে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি  নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মমতা

পুরনো খেলা খেলছে  বিজেপি, কর্নাটকের পরিস্থিতি নিয়ে মত মুখ্যমন্ত্রীর

জল্পনার মাঝেই সরকারের  উপর থেকে সমর্থন  তুলেছেন দুই নির্দল বিধায়ক

হাইলাইটস

  • কর্নাটকের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিলেন মমতা
  • কংগ্রেস-জেডিএস সরকারের উপর থেকে সমর্থন তুলেছেন দুই নির্দল বিধায়ক
  • মুখ্যমন্ত্রী কুমারস্বামী জানিয়েছেন সরকার পড়ছে না
কলকাতা:

কর্নাটকের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের অভিযোগ বিধায়ক কেনাবেচা করে সরকার ভাঙার খেলায় নেমেছে বিজেপি। কয়েকদিন আগে মুম্বইয়ের  একটি হোটেলে কয়েকজন বিধায়ককে বিজেপি বিশেষ প্রস্তাবও দিয়েছে বলে দাবি জোট সরকারের। জল্পনার মাঝেই কংগ্রেস-জেডিএস সরকারের  উপর থেকে সমর্থন  তুলেছেন দুই নির্দল বিধায়ক। এই ঘটনায় বিজেপিকে দুষলেন মমতা। তাঁর  অভিযোগ বিজেপি গোয়া থেকে শুরু করে  উত্তর পূর্ব ভারতেও এই এক খেলা খেলেছে । তবে  এ ব্যাপারে বিস্তারিত বলতে চাননি তিনি। তাঁর কথায় স্থানীয় নেতারা আছেন। তাঁরাই বলবেন। আমার বলা  ঠিক হবে না। কিন্তু এটা বিজেপির পুরনো খেলা। ওরা গোয়া আর উত্তরপূর্ব ভারতেও এই এক জিনিস করেছে।

উনিশের সভায় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশের বিভিন্ন দলের প্রতিনিধিত্ব দেখা যাবে: মমতা

গত বছরের মাঝামাঝি বিধানসভা ভোট হয় কর্নাটকে। নির্বাচনের ফলে দেখা যায় কোনও দলই একক সংখ্যাগোরিষ্ঠতা  পায়নি। এরপর জেডিএসকে সমর্থন করার কথা জানায় কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন জেডিএসের নেতা কুমারস্বামী। কিন্তু তাঁর আগে একপ্রস্থ নাটক হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় দল  হিসেবে রাজ্যপালের কাছে গিয়ে  সরকার গঠনের দাবি করে বিজেপি। রাজ্যপাল রাজি হয়ে  যাওয়ায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বি এস ইয়েদুরাপ্পা। কিন্তু আস্থা ভোটে সংখ্যাগোরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি  তিনি।

এম নাগেশ্বর রাওকে সিবিআই অধিকর্তা পদ থেকে সরাতে মামলা, আগামী সপ্তাহে শুনবে সুপ্রিম কোর্ট

জিততে পারবে না জেনে ভোটে অংশই নেয়নি বিজেপি। পরে জোটের মুখ্যমন্ত্রী হন কুমারস্বামী। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই অস্থিরতা দেখা দিল। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকার পড়ছে না। কর্নাটকে কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মমতা। এবার সে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিলেন মমতা।

দেখুন ভিডিও :

 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.