Read in English
This Article is From Nov 10, 2018

কেন বিরোধীরা ছত্তিশগড়ের জন্য একেবারেই ভালো হবে না, বোঝালেন অমিত শাহ

ছত্তিশগড়ে রামন সিংহের সরকার রাজ্যটিকে প্রায় মাওবাদী-মুক্ত করে ফেলেছে তা-ই নয়, এই রাজ্যকে শক্তিসম্পদের হাব এবং সিমেন্ট উৎপাদন কেন্দ্র হিসেবেও উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গিয়েছে।

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from PTI)
রায়পুর:

ছত্তিশগড়ে রামন সিংহের সরকার রাজ্যটিকে প্রায় মাওবাদী-মুক্ত করে ফেলেছে তা-ই নয়, এই রাজ্যকে শক্তিসম্পদের হাব এবং সিমেন্ট উৎপাদন কেন্দ্র হিসেবেও উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গিয়েছে। আজ ছত্তিশগড়ে দলের নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করার সময় এই কথাগুলি বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রসঙ্গত, ছত্তিশগড়ে গত তিনটি দফা ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। অমিত শাহ বলেন, যে দল বিপ্লব আনার জন্য মাওবাদে বিশ্বাস করে, তারা কখনও সফল হতে পারে না। "যাঁরা মাওবাদকে বিপ্লব বলে মনে করেন, তাঁরা ছত্তিশগড়ের জন্য কখনও কাজ করতে পারবেন না", বলেন অমিত শাহ। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাওবাদীদের তীব্র আক্রমণ করার পরেরদিনই এই কথা বলেন তিনি। বিরোধীদের 'আরবান নকশাল' বলে অভিহিত করে তিনি বলেছিলেন, ওঁরা নিজেরা বিলাসবহুল জীবনযাপন করবেন, দামি গাড়ি চড়ে এসে ছত্তিশগড়ের যুবসমাজকে ভুলপথে চালিত করবেন।

আগামী ১২ নভেম্বর ও ২০ নভেম্বর ছত্তিশগড়ে দু'দফায় বিধানসভা নির্বাচন হবে।

Advertisement
Advertisement