This Article is From Oct 02, 2019

অমিত শাহ বাংলার মানুষদের এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছেন: অমিত মিত্র

NRC: বাংলার জনতা তথা সমস্ত শরণার্থীদের, বিশেষ করে হিন্দু শরণার্থীদের আশ্বস্ত করতে মঙ্গলবার অমিত শাহ বলেন, তাঁদের কাউকেই দেশ ছাড়তে হবে না।

অমিত শাহ বাংলার মানুষদের এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছেন: অমিত মিত্র

অমিত শাহের বিরুদ্ধে NRC নিয়ে রাজনীতি করার অভিযোগ আনলেন অমিত মিত্র (ফাইল ছবি)

কলকাতা:

দুর্গাপুজোর মতো উৎসবের সময়ে এসে রাজ্যের (West Bengal) মানুষদের নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে  "ভয় দেখিয়ে" চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই বললেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।  "দুর্গাপুজোর উদযাপনের মধ্যে অমিত শাহ আমাদের জনগণকে বাংলায় এসে এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছেন। এটা আসলে একরকম হুমকি দেওয়াই। হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ এবং খ্রিস্টান শরণার্থীদের এই প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করা হবে না। এটি অসাংবিধানিক", বলেন তিনি। হিন্দু ও অন্যান্য কিছু ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু কোনও "অনুপ্রবেশকারীকে" দেশে থাকতে দেওয়া হবে না বলে উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) মঙ্গলবার বলেন যে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পরেই দেশ জুড়ে এনআরসি (NRC) প্রয়োগ করবে বিজেপি নেতৃত্বাধীন সরকার।

তৃণমূল যতই বিরোধিতা করুক, নাগরিকত্ব আইন আনবই: কলকাতায় অমিত শাহ

পশ্চিমবঙ্গে এনআরসি প্রয়োগ করা হলে অসংখ্য হিন্দুকে এই রাজ্য ত্যাগ করতে হবে, এনআরসি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য়কে "মিথ্যা" বলে অভিযুক্ত করেন অমিত শাহ। কলকাতায় জনসচেতনতামূলক কর্মসূচি থেকে অমিত শাহ প্রতিশ্রুতি দেন যে কোনও হিন্দুকেই রাজ্য তথা দেশ ত্যাগ করতে হবে না।

"মমতা দি বলছেন যে তিনি বাংলায় এনআরসি হতে দেবেন না। আমি আপনাদের বলছি যে আমরা ভারতের অভ্যন্তরে একজন অনুপ্রবেশকারীকেও অনুমতি দেব না। আমরা তাদের সবাইকে বহিষ্কার করব। মমতাদি বলছেন যে লক্ষ লক্ষ হিন্দুদের পশ্চিমবঙ্গ ত্যাগ করতে হবে । এর চেয়ে বড় কোন মিথ্যে আর নেই। আমি বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই যে এই ধরণের কিছুই ঘটবে না", বলেন শাহ ।

দয়া করে রাজ্যে বিভেদের রাজনীতি করতে আসবেন না: অমিতকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার

কোনও হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সী এবং খ্রিস্টান ধর্মাবলম্বী শরণার্থীদেরই দেশ ত্যাগ করতে বলা হবে না বলে আশ্বাস দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। "আমরা কোনও শরণার্থীকেই যেতে দেব না এবং কোনও অনুপ্রবেশকারীকেও আমরা দেশে থাকতে দেব না", বলেন তিনি।

নাগরিকত্ব সংশোধনী বিলে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে এদেশে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সী এবং খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

শাহ বলেন, শরণার্থীদের অন্য যে কোনও নাগরিকের মতোই সমান অধিকার থাকবে।

"আমি হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ এবং খ্রিস্টান শরণার্থীদের আশ্বাস দিতে চাই যে, আপনাদের ভারত ছাড়তে বাধ্য করবে না কেন্দ্রীয় সরকার। গুজবে কান দেবেন না", বলেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দেখুন ভিডিও:

.