This Article is From Jul 06, 2020

শ্যামাপ্রসাদের বাংলা গড়তে বিজেপিকে ক্ষমতায় আনুন: জেপি নাড্ডা

তাঁর মন্তব্য, "কাট মানি শব্দটা আমি বাংলায় প্রথম শুনলাম। যাঁরা কাটমানি প্রবক্তা, তাঁদের দাপট কেটে ছোট করতে হবে।"

Advertisement
অল ইন্ডিয়া Reported by , Edited by

ফাইল ছবি।

কলকাতা:

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে (Shyama Prasad birth anniversary) রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রসকে নাম না করে আক্রমণ শানালো বিজেপি (Bengal BJP)। ২০২১-এর ভোটে রাজ্যে পালা বদলের ডাক দিলেন দলের সভাপতি জেপি নাড্ডা (BJP Chief JP Nadda)। এই বাংলা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা নয়। তাই  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণে রাজ্যে পালাবদল দরকার। এভাবেই সোমবার ভার্চুয়াল বৈঠক থেকে পরোক্ষে তৃণমূল-বিরোধিতার পথে হাঁটলেন বিজেপি সভাপতি। বাংলাজুড়ে এখন কাটমানি সংস্কৃতি, এই অভিযোগও তুলেছেন নাড্ডা। তাঁর দাবি, "দেশকে ঐক্যবদ্ধ রাখতে আমরা শ্যামাপ্রসাদের পথে হেঁটেছি।" ইতিমধ্যে ২০২১-এর ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৪ জুন রাজ্যের কর্মী-সমর্থকদের উদ্দেশে ভার্চুয়াল সমাবেশের মধ্যে দিয়ে সেই ভোট যুদ্ধের সূচনা। তারপরেই ২৮ জুন সমাবেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দু'টি ক্ষেত্রেই রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছিলেন তাঁরা।

এদিন জেপি বাড্ডা বলেন, "এখন আমরা শ্যামাপ্রসাদের পথে হেঁটে বাংলার গর্ব ফিরিয়ে আনবো। রাজ্যের রাজনৈতিক বিচক্ষণতার মান তুলে ধরবো। রাজ্যের শিক্ষার হাল ফেরাবো। কিন্তু তার আগে রাজ্যের বর্তমান শাসক দলকে সরিয়ে বিজেপি সরকার গড়তে হবে।"

তাঁর মন্তব্য, "কাট মানি শব্দটা আমি বাংলায় প্রথম শুনলাম। যাঁরা কাটমানি প্রবক্তা, তাঁদের দাপট কেটে ছোট করতে হবে।"

Advertisement