தமிழில் படிக்க Read in English
This Article is From Jan 23, 2019

রাহুল ব্যর্থ বলে প্রয়োজন অবলম্বন, প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে আসা নিয়ে খোঁচা বিজেপির

লোকসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিক ভাবে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেছেন  প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

Advertisement
অল ইন্ডিয়া

বিজেপির মুখপাত্র বলেন, এ ভাবে কংগ্রেস ঘোষণা করে দিল রাহুল গান্ধী ব্যর্থ হয়েছেন।

Highlights

  • আনুষ্ঠানিক ভাবে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেছেন প্রিয়াঙ্কা
  • প্রিয়াঙ্কার আসা দেখেই স্পষ্ট সভাপতি হিসেবে রাহুল ব্যর্থঃ সম্বিত
  • কংগ্রেসে প্রিয়াঙ্কা গান্ধির অভিষেক হচ্ছে আগামী ১ তারিখ থেকে
নিউ দিল্লি :

লোকসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিক ভাবে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেছেন  প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। রাজনৈতিক মহলে তুমুল প্রতিক্রিয়া দেখা  দিয়েছে এই  ঘটনাটিকে কেন্দ্র করে। আক্রমণ শানিয়েছে বিজেপি।তাদের মতে  প্রিয়াঙ্কার আসা দেখেই স্পষ্ট কংগ্রেসের সভাপতি  হিসেবে রাহুল গান্ধী ব্যর্থ হয়েছেন। তাঁর অবলম্বন হিসেবে একই পরিবার থেকে এসেছেন প্রিয়াঙ্কা। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, এ ভাবে কংগ্রেস ঘোষণা করে দিল রাহুল গান্ধী ব্যর্থ হয়েছেন।

বড় পদ দিয়ে সক্রিয় রাজনীতির ইনিংস শুরু করলেন প্রিয়াঙ্কা

তাঁর অবলম্বন প্রয়োজন। আবারও প্রমাণ হল কংগ্রেস, গান্ধী পরিবারের বাইরে কিছু ভাবতে পারে না। বিজেপি দলটা একটা পবিবার। আর কংগ্রেসে পরিবারটাই দল। সমস্ত পদে একই পরিবারের লোককে  বসানো হয়। সেই জওহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী হয়ে রাহুল গান্ধী পর্যন্ত এই বিষয়টি চলে  আসছে।

Advertisement

“হাততালি দেবেন না! দিদি বারণ করেছে।” বাংলায় বিজেপির সমাবেশে বললেন অমিত শাহ

এদিকে বিজেপি যাই বলুক না কেন কংগ্রেসে প্রিয়াঙ্কা  গান্ধীর অভিষেক হচ্ছে  আগামী ১ তারিখ।সেদিনই দায়িত্ব নেবেন প্রিয়াঙ্কা। পাশাপাশি  অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে সরছেন অশোক গেহলত। রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। তাঁর  জায়গায় আসছেন কে সি ভেনুগোপাল। 

Advertisement

 

Advertisement