Read in English
This Article is From Sep 08, 2019

চন্দ্রাভিযান নিয়ে মমতার মন্তব্যকে আক্রমণ বিজেপির, পাল্টা তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যের সমালোচনা করে দিলীপ বলেন, দেশ যে সমস্ত বিষয়ে গর্ববোধ করে তাতেই উনি খুঁত খুঁজে বের করেন।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

শুক্রবার বিধানসভায় মমতা বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, কেন্দ্র চন্দ্রাভিযানের কৃতিত্ব নিতে চায়।

কলকাতা:

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করলেন শনিবার। চন্দ্রযান-২ (Chandrayaan-2) মিশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যের সমালোচনা করে দিলীপ বলেন, দেশ যে সমস্ত বিষয়ে গর্ববোধ করে তাতেই উনি খুঁত খুঁজে বের করেন। শুক্রবার বিধানসভায় মমতা বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, কেন্দ্র চন্দ্রাভিযানের কৃতিত্ব নিতে চায়। শনিবার তৃণমূল নেত্রী টুইট করে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ বলেন, মমতা দেশের গর্ব করার বিষয়গুলিতে, যথা ৩৭০ ধারার বিলুপ্তি, বালাকোটে এয়ার স্ট্রাইক বা চন্দ্রযান-২ এসবে খুঁত খোঁজেন। তিনি বলেন, ‘‘চন্দ্রযান-২ প্রতিটি দেশভক্ত ভারতীয়র বুক গর্বে ফুলিয়ে তুলেছে। কিন্তু ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মা‌নুষরা।''

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত। ইসরোর সাফল্য নিয়ে গর্বিত।''

Chandrayaan 2: আমেরিকা জানাল চন্দ্রাভিযান ‘ভারতের জন্য এক বিরাট পদক্ষেপ'

Advertisement

এরপর তিনি বলেন, ‘‘কিন্তু যেভাবে বিজেপি চন্দ্রযান-২ প্রকল্পকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাফল্য বলে দেখাতে চাইছে আমরা তার প্রতিবাদ করছি। গতকাল মুখ্যমন্ত্রী এইকথাই বিধানসভায় বলতে চেয়েছেন।''

শনিবার মধ্যরাতে ইসরোর পরিকল্পনা অনুযায়ী চন্দ্রপৃষ্ঠে নামা হয়নি চন্দ্রযান-২-এর ল্যান্ডার ‘বিক্রম'-এর। চন্দ্রাবতরণের কয়েক মিনিট আগে থেকে চন্দ্রযান-২-র ল্যান্ডার ‘বিক্রম'-এর সঙ্গে ইসরোর সমস্ত যোগাযোগ বিচ্ছি‌ন্ন হয়ে যায়।

Advertisement

Chandrayaan 2: আগামী ১৪ দিন ধরে আমরা বিক্রম ল্যান্ডার খুঁজব, জানালেন ইসরো প্রধান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকাল আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বিজ্ঞানীদের উদ্দেশে বলেছিলেন, "আপনারাই সেই লোক, যারা ভারত মাতাকে গর্বিত করার জন্যই বেঁচে থাকেন। আপনারাই তারা, যারা ভারত মাতাকে গর্বিত করার জন্য লড়াই করে চলেছেন। আপনারা ভারত মাতার প্রতি অনুরাগী, আপনারা নিজেদের সম্পূর্ণ জীবন তাঁর পায়ে সঁপে দিয়েছেন। আপনাদের স্বপ্ন ভারত মাতার গর্ব।'

Advertisement

শুক্রবার মাঝরাতে কয়েক সপ্তাহের প্রত্যাশার পরে, চাঁদের পিঠে অবতরণের কথা ছিল চন্দ্রযান ২-এর। কিন্তু চন্দ্রায়ণ ২-র বিক্রম ল্যান্ডার অবতরণের কয়েক সেকেন্ড আগে গ্রাউন্ড স্টেশনগুলির থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়েন ইসরো প্রধান কে সিভান। শনিবার সকালে তাঁর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমি কাল আপনার সঙ্গে কথা বলিনি, আপনার চাপ যাতে আরও না বাড়ে তার জন্য। শুক্রবার আপনাকে সময় দিয়েছি, ব্যর্থতার ধাক্কা সামলে নেওয়ার জন্য।" 

Advertisement