J&K State BJP Secretary: রাজ্য বিজেপির সম্পাদক অনিল পারিহার এবং অজিত খুন হন বৃহস্পতিবার।
হাইলাইটস
- উপত্যকায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা
- রাত আটটা নাগাদ নিজেদের দোকান থেকে বাড়ি ফিরছিলেন দুজন
- অন্ধকারের সুযোগ নিয়ে গুলি করে পালিয়ে যায় কেউ বা কারা
জম্মু: উপত্যকায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা। আততায়ীর গুলিতে খুন জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) বিজেপি নেতা এবং তাঁর ভাই। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যেতে প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। সেনা বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খুনের ঘটনার নেপথ্যে জঙ্গিদের হাত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
রাজ্য বিজেপির সম্পাদক অনিল পারিহার এবং অজিত (Anil Parihar BJP, Anil Parihar Kishtwar) খুন হন বৃহস্পতিবার। জানা গিয়েছে রাত আটটা নাগাদ নিজেদের দোকান থেকে বাড়ি ফিরছিলেন এই দু'জন। রাস্তায় তাপাল গালি মহল্লা নামে এক জায়গায় কেউ বা কারা তাঁদের গুলি করে। গুরুতর আহত অবস্থায় দাদা-ভাইকে (Anil Parihar BJP, Anil Parihar Kishtwar) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি অমিত শাহ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
জম্মুতে গত কয়েক বছরের মধ্যে এই প্রথম কোনও রাজনৈতিক কর্মীকে খুন হতে হল। ঘটনার পর থেকেই এলাকায় কারফিউ জারি হয়েছে। আশপাশের এলাকাতেও জারি হয়েছে কারফিউ।