This Article is From Jun 05, 2019

সৌজন্যে দলবদল! আনুষ্ঠানিকভাবে ভাটপাড়া পুরসভা দখল করল বিজেপি, নজরে আরও তিন

মোট ৩৪ টি আসন রয়েছে এখানে। এর মধ্যে দলবদলের সুবাদে ২৬টি দখল করতে পেরেছে বিজেপি। স্বভাবতই নিয়ম রক্ষার ভোট হয় ভাটপাড়ায়।

সৌজন্যে দলবদল! আনুষ্ঠানিকভাবে ভাটপাড়া পুরসভা দখল করল বিজেপি, নজরে আরও তিন

এই প্রথম রাজ্যের কোনও পুরসভার সম্পূর্ণ দখল পেল গেরুয়া শিবির।

হাইলাইটস

  • আনুষ্ঠানিকভাবে ভাটপাড়া পুরসভা দখল করল বিজেপি
  • এই পুরসভার বেশিরভাগ কাউন্সিলর দল পরিবর্তন করেন
  • এই প্রথম রাজ্যের কোনও পুরসভার সম্পূর্ণ দখল পেল গেরুয়া শিবির
কলকাতা:

আনুষ্ঠানিকভাবে ভাটপাড়া পুরসভা (Bhatpara Municipality)  দখল করল বিজেপি। কিছুদিন আগেই দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে এই পুরসভার বেশিরভাগ কাউন্সিলর (TMC Councillors) দল পরিবর্তন করেন। আর তার জেরেই ভাটপাড়া পুরসভা হাতছাড়া হল তৃণমূলের। আগামী বছর এই পুরসভায় ভোট হবে। তার আগে বিজেপির দখলে চলে গেল উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভা (Bhatpara Municipality)। এই প্রথম রাজ্যের কোনও পুরসভার সম্পূর্ণ দখল পেল গেরুয়া শিবির। মোট ৩৪ টি আসন রয়েছে এখানে। এর মধ্যে দলবদলের সুবাদে ২৬টি দখল করতে পেরেছে বিজেপি। স্বভাবতই নিয়ম রক্ষার ভোট হয় ভাটপাড়ায়। হার নিশ্চিত জেনে বাকি আটজন ভোটাভুটিতে অংশ নেননি। 

এবছর বর্ষার আগমনে দেরি হবে এক সপ্তাহ, তবে স্বাভাবিক বৃষ্টিরই সম্ভাবনা

কাউন্সিলররা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের  ভাইপো সৌরভ সিংকে নতুন পুরো প্রধান হিসেবে বেছে নিয়েছেন। দীর্ঘদিন ভাটপাড়া পৌরসভা চেয়ারম্যান ছিলেন অর্জুন । চারবারের তৃণমূল বিধায়ক থাকার পাশাপাশি এই পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলাতে তিনি। এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হতে না পেরে ত্যাগ করেন অর্জুন। সে সময় আস্থা ভোট হয় ভাটপাড়ায়। তখন পরাজিত হন অর্জুন। কিন্তু এবার কাউন্সিলররা পরিবর্তন করায় পুরসভা দখল করল বিজেপি।

এর মাঝে লোকসভা নির্বাচনে বড় জয় পেয়েছেন অর্জুন।  শুধু ভাটপাড়া নয় আশপাশের কাঁচরাপাড়া নৈহাটি এবং হালিশহর পৌরসভা। কাউন্সিলররা দল পরিবর্তন করেছেন সেখানেও বোর্ড গঠনের অংক শুরু করেছে বিজেপি।

.