বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছেন তৃণমূলের নেতারা।
মেদিনীপুর, পশ্চিমবঙ্গ:
পুরুলিয়াতে দুজন বিজেপি কর্মীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রকৃত সত্যটি সঠিক তদন্তের মাধ্যমে সামনে আনার জন্য তাঁরা প্রথমে হাইকোর্ট তারপর প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন বলে গতকাল জানিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়।
এই বর্ষীয়ান বিজেপি নেতা পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অধীনে মাগুরিয়াতে হওয়া বড়ো জমায়েতটির কথাও উল্লেখ করেন। যেখানে সিপিএমের তিনজন স্থানীয় নেতা ও একজন পঞ্চায়েত সদস্য এবং তৃণমূলের একজন নেতা বিজেপিতে যোগ দেন।
পঞ্চায়েতের দুজন নির্দল সদস্যও বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন ওইদিন।
“প্রয়োজনে আমরা খুব তাড়াতাড়িই সুপ্রিম কোর্টের দারস্থ হবো। পুরুলিয়ায় আমাদের দুই পার্টিকর্মীর মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য”, বলেন বিজয়বরগীয়।
গত 30 মে এবং গত 2 জুন ওই দুই বিজেপি কর্মীর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পুরুলিয়া জেলায়, যেখানে সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে অত্যন্ত ভালো ফল করেছে বিজেপি।
বিজেপি নেতারা অভিযোগ করেছেন যে, তৃণমূল কংগ্রেসের এক বর্ষীয়ান নেতার মদতেই এই ঘটনা ঘটেছে।
তৃণমদল নেতৃত্ব যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, এই দুই মৃত্যুর মধ্যে দ্বিতীয় ঘটনাটি আত্মহত্যার।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)