This Article is From Oct 09, 2018

"পাঁচ রাজ্যের নির্বাচনে পাপের শাস্তি পাবে বিজেপি": মনীশ তিওয়ারি

বর্ষীয়ান কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি রবিবার বললেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনই (Assembly polls) হবে বিজেপির শেষের শুরু।

Assembly polls: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত।   

লুধিয়ানা:

বর্ষীয়ান কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি রবিবার বললেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনই (Assembly polls ) হবে বিজেপির শেষের শুরু। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে কংগ্রেসের স্বপ্নের মহাজোট গড়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে যে কথাগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে, তাও নাকচ করে দেন তিনি। তাঁর কথায়, এখনও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময় হয়নি। দলের একটি সভায় উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনই হবে বিজেপির শেষের শুরু”। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি আরও বলেন, এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলই বিজেপি বিরোধী মহাজোট গড়ার প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।

রাজ্য রাজনীতিতে দুই দলের কী সম্পর্ক, কেন্দ্রীয় নির্বাচনের জন্য জোট করার সময় সেইসব মাথায় রাখা হবে না বলেও জানান মনীশ তিওয়ারি।

“রাজ্য এবং কেন্দ্রে লড়াইয়ের মধ্যে পার্থক্য আছে। তাই অগ্রাধিকাগুলোও বদলে বদলে যায়”, বলেন তিনি। তিনি দাবি করেন, বিজেপি তার ‘পাপ’-এর শাস্তি পাবে। যা শুরু হবে পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন থেকেই।

প্রসঙ্গত, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম এবং তেলেঙ্গানাতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত।   



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.