কলকাতা: নদিয়ায় তৃণমূল বিধায়ক খুনের ঘটনার এফআইআরে তাঁর নাম থাকায় আগাম জামিনের আবেদন করলেন বিজেপি নেতা মুকুল রায়।মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান তিনি।
তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এফআইআরে তাঁর নাম দেওয়া হয়েছে, পাশাপাশি কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিত বিশ্বাসের খুনের ঘটনায় তাঁর কোনও যোগ নেই বলেই দাবি করেন মুকুল রায়।
শনিবার ফুলবাড়িতে সরস্বতী পুজো মণ্ডপে কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাসকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে অজ্ঞাতপরিচয় আততায়ী।
“বিধায়কের খুনীদের কাউকেই রেয়াত করা হবে না”, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বুধবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন, মুকুল রায়ের আইনজীবী সুভাশিস দাশগুপ্ত।মুকুল রায়ের বিরুদ্ধে “খুনের ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্রের” অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আইনজীবী শুভাশিস দাশগুপ্ত বলেন, “তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর তাঁর বিরুদ্ধে ২৫ টি ফৌজদারী মামলা করা হয়েছে”।
হুগলির দাতপুর থেকে উদ্ধার তৃণমূল নেতার দেহ, নেপথ্যে বিজেপি দাবি শাসক দলের
সত্যজিত বিশ্বাসের খুনের ঘটনায় মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যে রয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। কার্তিক মণ্ডল, সুজিত মণ্ডল নামে দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
বিধায়ক খুনের ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি, পাশাপাশি মুকুল রায়ের দাবি, এফআইআরে তাঁর নাম থাকা “রাজনৈতিক উদ্দ্যেশ্য প্রণোদিত”।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)