কলকাতা: মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অমিত শাহ'র সভা শেষ হওয়ার পর তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে যে প্রবল খণ্ডযুদ্ধ বাধে, তার ব্যাপারে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি। ওই সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার বলেন, “কাঁথিতে গতকালের সংঘর্ষ নিয়ে আমরা নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য দেব। কী চলছে এখন বাংলায়, তার আসল ছবিটা আমরা তুলে ধরব কমিশনের কাছে”। তিনি আরও দাবি করেন, বিজেপির বহু কর্মী-সমর্থক এখনও সভা শেষের পর বাড়ি ফেরেননি।
গোয়েন্দা সংস্থা শুধু কেন্দ্রেরই নেই, আমাদের কাছেও কিন্তু সিআইডি আছে, হুঁশিয়ারি মমতার
তিনি বলেন, "আমরা জানি না ওঁরা কোথায় আছেন। এই পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। নিন্দার কোনও ভাষা নেই আমাদের কাছে"। মঙ্গলবার অমিত শাহ'র সভার পর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাংচুর চালানো হয়। অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকদের বাইক ও বাস জ্বালিয়ে দেয় তৃণমূল।
কাঁথিতে অমিত শাহ'র সভা শেষ হওয়ার পরেই ভয়াবহ সংঘর্ষে জড়াল বিজেপি-তৃণমূল
সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষের পাশেই ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি মমতাকে ‘মনে করিয়ে দেন' যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি হয় রাজ্যে, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তাঁর দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না কোনওভাবেই। তাঁর কথায়, "আমি বুঝতে পারছি, একটা বদল আসছে বাংলায়। একটা প্রবল বদলের জমি তৈরি হয়ে গিয়েছে এই রাজ্যে। আপনারা প্রস্তুত থাকুন"।
কাঁথির সংঘর্ষের প্রতিবাদে বুধবার রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি।