This Article is From Jul 04, 2019

বীরভূমে স্বাস্থ্যকেন্দ্র চত্ত্বরেই বিস্ফোরণ

বীরভূমে স্বাস্থ্যকেন্দ্র চত্ত্বরেই বিস্ফোরণ
সিউরি:

বীরভূমে একটি বিস্ফোরণ ভেঙে পড়ল স্বাস্থ্যকেন্দ্রে বিল্ডিং। বৃহস্পতিবার স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ভবনে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। এদিন ভোররাত ৩টে নাগাদ লাভপুরের দ্বারকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভবনে বিস্ফোরণ ঘটে, তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্বাস্থ্যকেন্দ্রের ভবনে বোমা রাখা নিয়ে একে অপরের বিরুদ্ধে দোষোরোপ করেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। বোমগুলি বেশকিছুদিন ধরে মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, “বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে”। বিস্ফোরণের পরে ঘটনাস্থলে যায় জেলা পুলিশের একটি দল। পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।

লাভপুর ব্লক স্বাস্থ্য অধিকর্তা বুদ্ধদেব মুর্মু বলেন, “বিস্ফোরণে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভবনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি”। যে ভবনে বিস্ফোরণ হয়েছে, সেখানে শুধুমাত্র আউটডোর পরিষেবা চালু রয়েছে এবং সেই সময় সেখানে কেউ ছিল না। 

বিস্ফোরণের শব্দে তাঁদের ঘুম ভেঙে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মীর জাহান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “ঘটনাস্থলে ছুটে গিয়ে আমরা দেখি ভবনটি ভেঙে পড়েছে”। ঘরের মধ্যের অংশ আটকে পড়েছে, দুদিকের দুটি দেওয়াল পাঁচিল ভেঙে পড়েছে। বিস্ফোরণের ফলে বিভিন্ন জায়গার দেওয়াল ভেঙে পড়েছে।

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেস, পাশাপাশি লাভপুর থানার ওসি বদলেরও দাবি জানান তাঁরা। স্থানীয় তৃণমূল নেতা কাজল রায়ের অভিযোগ, ওই ভবনে বোমা মজুত রেখেছিল বিজেপি আশ্রিত গুণ্ডারা। তাঁর কথায়, “আমাদের দাবি সত্ত্বেও, সমাজবিরোধী কাজকর্মের বিরুদ্ধে এবং অস্ত্র ও বোমা উদ্ধারের ক্ষেত্রে কোনও পদক্ষেপ করছে না পুলিশ”।

এর আগে বীরভূমের মল্লারপুর রেলস্টেশন এলাকায় বিস্ফোরণ ঘটে। তার চারদিন পরেই লাভপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিস্ফোরণ।

রবিবার রাত দুটো নাগাদ মল্লারপুরে বিস্ফোরণে একটি একতলা বাড়ির ছাদ উড়ে যায়। ঘটনায় একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.