Read in English
This Article is From May 08, 2019

লাহোরের প্রার্থনাস্থলে বিস্ফোরণ, তিন জনের মৃত্যু, আহত আরও অনেকে

লাহোরে (Lahore Blast) সুফিদের প্রার্থনাস্থলে বিস্ফোরণে অন্তত তিন জনের মৃত্যু হল। আহত হলেন আরও ১৫ জন।

Advertisement
ওয়ার্ল্ড

২০১০ সালেও এখানে  আক্রমণ হয়েছিল।

Highlights

  • লাহোরে সুফিদের প্রার্থনাস্থলে বিস্ফোরণে অন্তত তিন জনের মৃত্যু হল
  • শহরের অন্যতম পুরনো এবং জনপ্রিয় প্রার্থনাস্থলে আজ সকালে বিস্ফোরণ হয়
  • বিস্ফোরণে ধরন সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ
লাহোর:

লাহোরে (Lahore Blast) সুফিদের প্রার্থনাস্থলে বিস্ফোরণে অন্তত তিন জনের মৃত্যু হল। আহত হলেন আরও ১৫ জন। শহরের অন্যতম পুরনো এবং জনপ্রিয় প্রার্থনাস্থলে আজ সকালে বিস্ফোরণ হয়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। বিস্ফোরণে ধরন সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে এটুকু জানা গিয়েছে  যে প্রবেশ পথ দিয়ে মহিলারা ভেতরে প্রবেশ করেন সেখানেই বিস্ফোরণটি ঘটেছে। ২০১০ সালেও এখানে  আক্রমণ হয়েছিল। তখন প্রায় ৪০ জনের মৃত্যু হয়। তারপর থেকেই গোটা চত্বর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে তবু আজ হামলা এড়ানো গেল না। সুফিরা বারবারই পাকিস্তানে আক্রমণের শিকার হয়েছেন। বিশেষ করে আইএসের মতো জঙ্গী সংগঠন তাদের বেশি করে নিশানা করেছে। 

মোদীকে নিশানা করতে গিয়ে মমতা সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেনঃ সুষমা

পুলিশের তরফ থেকে বিস্ফোরণের কথা স্বীকার করে নেওয়া হলেও মৃতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কোনও তথ্য দেওয়া হয়নি। তবে পি টিভি যে ছবি সম্প্রচার করেছে তা থেকে ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। এক স্থানীয় পুলিশ আধিকারিক  জানিয়েছেন এটি একটি আত্মঘাতী হামলা বলেই মনে করা হচ্ছে। ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানার কাজ শুরু হয়েছে। 

Advertisement

আমাদের রাজা আছে কিং মেকারের দরকার নেই, এনডিটিভিকে জানালেন রামমাধব

পাকিস্থানে এ ধরনের ঘটনা খুব নতুন না হলেও গত কয়েক বছর ধরে তাতে একটি নতুন ধরণ দেখতে পাওয়া যাচ্ছে। লাহোরের মত বড় বড় শহরই এখন বেশি করে নিশানায় আসছে। গত বছর মার্চ মাসে এই লাহোরে একটি বড় ধরনের বিস্ফোরণ হয়। তাতে ৯ জনের মৃত্যু হয়। তাছাড়া ২০১৬ সালে ইফতারের সময় বিস্ফোরণে মৃত্যু হয় ৭০ জনের।

Advertisement
Advertisement